image
বিকেএসপির জালে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করেন শামসুন্নাহার জুনিয়র

নারী ফুটবল লীগে তিন দলের মধ্যে চলছে তুমুল লড়াই

মঙ্গলবার চার ম্যাচে ৩৫ গোল

ক্রীড়া বার্তা পরিবেশক

মেয়েদের ফুটবল লীগে গোল উৎসব চলছেই। নবম রাউন্ডে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আলপি আক্তার, ঋতুপর্ণা চাকমা, পায়েল রানী, শিলা আক্তার। গোল পেয়েছেন মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়ররাও। শক্তিশালী দলগুলো পেয়েছে প্রত্যাশিত জয়। তাতে লীগ টেবিলেও জমে উঠেছে দারুণ লড়াই। মঙ্গলবার, (২৭ জানুয়ারী ২০২৬) চার ম্যাচে গোল হয়েছে ৩৫টি।

শীর্ষস্থান নিয়ে লড়াই মূলত চলছে তিন দলের মধ্যে। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী স্টার্স। আগের রাউন্ডে রাজশাহীর কাছে হেরে যাওয়া ফরাশগঞ্জ এই রাউন্ডে জিতে ২১ পয়েন্ট নিয়ে ফিরেছে শিরোপা লড়াইয়ে, গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে শিরোপাধারী নাসরিন একাডেমি ৯-২ ব্যবধানে হারায় সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে। হ্যাটট্রিক করেন পায়েলও শিলা।

দ্বিতীয় ম্যাচে সিরাজ স্মৃতি সংসদকে ১৩-০ ব্যবধানে হারায় রাজশাহী স্টার্স। আলপি আক্তার একাই করেছেন পাঁচ গোল। ঋতুপর্ণা চাকমা উপহার দিয়েছেন হ্যাটট্রিক।

দিনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের লড়াই হয়েছে জমজমাট। গোলশুন্য প্রথমার্ধের পর মনিকা চাকমার ৫৬তম মিনিটের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। এই জয়ে শিরোপা লড়াইয়েও ভালোভাবে ফিরেছে ফরাশগঞ্জ। চতুর্থ ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি