image
ম্যাচ হেরে হতাশ কোকো গফ

বিদায় তৃতীয় বাছাই গফের, সেমিতে আলকারাজ-সাবালেঙ্কা-জেরেভ

অস্ট্রেলিয়ান ওপেন

সংবাদ স্পোর্টস ডেস্ক

তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল মহিলাদের তৃতীয় বাছাই কোকো গফের। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দ্বাদশ বাছাই ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনার কাছে স্ট্রেট সেটে (১-৬, ২-৬) হারতে হল আমেরিকার তারকাকে। মহিলাদের তৃতীয় বাছাই বিদায় নিলেও পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ সেমিফাইনালে উঠেছেন। এক সেট খুইয়ে ম্যাচ জিতেছেন তিনি। স্ট্রেট সেটে জিতেছেন মহিলাদের শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে জিতেছেন পুরুষদের শীর্ষবাছাই কার্লোস আলকারাজও।

মঙ্গলবার, (২৭ জানুয়ারী ২০২৬)রড লেভার এরিনায় ৩১ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এগোচ্ছেন গফ। প্রথম সেটেই গফের সার্ভিসে সমস্যা দেখা যায়। পাল্টা আক্রমণাত্মক খেলে দ্রুত প্রথম সেট জিতে নেন সোয়াইতোলিনা।

দ্বিতীয় সেটের শুরুতে গফের সার্ভিস আবার ভাঙেন সোয়াইতোলিনা। শেষ পর্যন্ত হার মানতে হয় গফকে।

মাঝে সন্তান হওয়ার টেনিসকে বিদায় জানিয়েছিলেন সোয়াইতোলিনা। কিন্তু আবার ফিরেছেন তিনি।

প্রতিটি গ্র্যান্ড স্ল্যামেই শুরুটা ভাল করে চতুর্থ রাউন্ড থেকে সমস্যায় পড়েন। এ বার গফকে হারানোয় প্রথম ক্রমতালিকায় ১০ জনের মধ্যে ঢুকে পড়বেন তিনি।

গফ হারলেও সাবালেঙ্কা ছন্দে রয়েছেন। আরও একটি ম্যাচে স্ট্রেট সেটে (৬-৩, ৬-০) জিতলেন তিনি। গত ম্যাচে স্ট্রেট সেটে জিতলেও দু’টি সেটই টাইব্রেকারে গড়িয়েছিল। এই ম্যাচে তা হলো না। ২৯ নম্বর আমেরিকার ইভা জোভিচ দাঁড়াতে পারেননি সাবালেঙ্কার সামনে।

পুরুষদের কোয়ার্টার ফাইনালে এক সেট খুইয়ে (৬-৩, ৬-৭, ৬-১, ৭-৬) লিয়ার্নার তিয়েনকে হারিয়েছেন জেরেভ। মঙ্গলবার শেষ কোয়ার্টার ফাইনালে নেমেছিলেন আলকারাজ। ষষ্ঠবাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে স্ট্রেট সেটে (৭-৫, ৬-২, ৬-১) হারিয়ে সেমিফাইনালে জেরেভের সামনে তিনি। প্রথম সেট দেখে মনে হচ্ছিল, ডি মিনাউরকে হারানো সহজ হবে না আলকারাজের পক্ষে। কিন্তু খেলা যত গড়ালো, তত দাপট দেখালেন স্পেনের তারকা।

চিরপরিচিত পাওয়ার টেনিসে বাজিমাত করেন আলকারাজ।

আলকারাজ যে ছন্দে রয়েছেন, তাতে সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জ জেরেভের সামনে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি