নারী এশিয়া কাপ ফুটবল
প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপ ফুটবলে খেলার লক্ষ্যে বাংলাদেশ পরিকল্পনা সাজাচ্ছে। মূল লড়াই শুরুর দুই সপ্তাহ আগে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলবে প্রস্তুতি ম্যাচ। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে শুরু হবে উইমেন’স এশিয়া কাপের এবারের আসর। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
সিডনিতে আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চের ম্যাচটি হবে পার্থে।
এই প্রতিযোগিতায় সেরা আট দল সরাসরি অলিম্পিকসে এবং সেরা ছয় দল পাবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে।
ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ‘আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি দল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়ার উদ্দেশে। প্রথমে থাইল্যান্ড যাবে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প চলবে, তারপর যাবে অস্ট্রেলিয়ায়। ২২ ফেব্রুয়ারি থেকে সিডনিতে ক্যাম্প শুরু হবে।’ ‘সিডনিতে বাংলাদেশ ক্লোজড ডোরে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ লীগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। ২৬ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে। তার আগে থাইল্যান্ডেও প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছি আমরা। এখনও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। কোনো কারণে থাইল্যান্ডে ম্যাচ খেলা সম্ভব না হলে, অস্ট্রেলিয়ায় আগে চলে যাবে দল এবং সেখানে গিয়ে আরেকটা ম্যাচ আয়োজন করা হবে।’