নারী সাফ ফুটবল
সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য আশা নিয়ে বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) কাঠমান্ডু গেছে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগআউটে থাকবেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। আপাতত জাতীয় সিনিয়র দলের সঙ্গে না থেকে পোখরাতে জুনিয়র দের সময় দেবেন তিনি।
নেপালের পোখারায় আগামী শনিবার শুরু হবে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। রাউন্ড রবিন লীগে ২ ফেব্রুয়ারি ভারত, ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাটলারের দল। পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। সর্বশেষ ২০২৫ সালের দেশের মাঠে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস অর্পিতা, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পুজা দাস, প্রতিমা মুন্দা, সুরভি আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্দি, বন্যা খাতুন, রুপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মিরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পুর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সুরভি আকন্দ প্রীতি।