ওপেনার মোহাম্মদ পরাণের সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুরন্ত দল। বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট মাঠে দুরন্ত ৫৭ রানে হারিয়েছে অদম্যকে। ১১৭ রান করেন পরান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পরানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে দুরন্ত। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১২টি চার ও ৭টি ছক্কায় ৬৮ বলে ১১৭ রানের নান্দনিক ইনিংস খেলেন পরান।
জবাবে দুরন্তর বোলারদের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি অদম্য। ৩টি করে উইকেট নিয়েছেন মো. শোয়েব ও দ্রুপম।
প্রথম জয় অদ্বিতীয়র
ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে অদ্বিতীয় ৭ উইকেটে হারিয়েছে দুর্বারকে। নিজেদের প্রথম ম্যাচে অদম্যর কাছে ৪ উইকেটে হেরেছিল অদ্বিতীয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে দুর্বার ৬ উইকেটে ১৩৩ রান করে । জবাবে সাজ্জাদেও ৪৪ বলে অপরাজিত ৫৩ রানে তিন উইকেট হারিয়ে অদ্বিতীয়র প্রথম জয় নিশ্চিত হয়।
অগ্রণীকে হারালো অপরাজেয়
সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অগ্রণীকে ৩ রানে হারিয়েছে অপরাজেয়। বুধবার পিকেএসপির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২১ রান করে অপরাজেয়। সর্বোচ্চ ৪৯ রান করেন
রাকিক ইসলাম শ্রাবণ। তার ২৮ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা ছিল। ওপেনার আসানুর রহমান ২টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৩৭ রান করেন। অগ্রণীর মোহাম্মদ ও রিয়াজুল করিম ২টি করে উইকেট নেন। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করে ম্যাচ হারে অগ্রণী ব্যাংক।