image

বিশ্বকাপের আগে ভারতে নিপাহ ভাইরাসের উদ্বেগ: পরিস্থিতি পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই দেশটিতে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস।

ভারতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজ‌কে জানিয়েছেন, তারা বর্তমানে ভারতের স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তবে ডিসেম্বর মাসে ভারতে শুরু হওয়া এই প্রাদুর্ভাবকে তারা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন।

​ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করা হয়েছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবুও খেলোয়াড়দের সুরক্ষার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে গুঞ্জন উঠেছিল যে, নিপাহ ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট দলও ভারতে খেলতে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছে, তবে ইসিবি থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মূলত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশগুলো তাদের খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে বরাবরই অত্যন্ত কঠোর অবস্থানে থাকে। ফলে ভারতের এই ভাইরাস পরিস্থিতি যদি আরও অবনতি হয়, তবে বড় দলগুলো এই মেগা আসরে অংশ নেওয়ার ক্ষেত্রে বিকল্প ভেন্যু বা কঠোর স্বাস্থ্য প্রোটোকলের দাবি তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​নিপাহ ভাইরাসের এই সংকট আইসিসিকেও এক অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। কিছুদিন আগেই নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করলেও আইসিসি তা নাকচ করে দিয়েছিল এবং বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছিল। এখন যদি নিপাহ ভাইরাসের কারণে অন্য কোনো শক্তিশালী দলের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নিতে হয়, তবে আইসিসিকে বড় ধরনের দ্বৈত নীতির সমালোচনার মুখোমুখি হতে হবে। বিশ্বকাপের ঠিক আগে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে টুর্নামেন্টের ভাগ্য এবং আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে নতুন কোনো নাটকীয় মোড় আসতে পারে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি