অ-১৯ ওয়ানডে বিশ্বকাপ
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ে শেষ করার লক্ষ্য নিয়ে আজ সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। হারাতে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচ শুরু।
‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। তবে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠেছে। তাই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট সুপার সিক্সে যোগ হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলতে নামে বাংলাদেশ।
সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। কারণ ৩ ম্যাচে ১ পয়েন্ট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারবে না বাংলাদেশের যুবারা। ৩ ম্যাচ করে খেলে ভারত ও ইংল্যান্ডের ৬ এবং পাকিস্তানের ৪ পয়েন্ট রয়েছে।
সুপার সিক্স থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে জয় দিয়ে এবারের আসর শেষ করার লক্ষ্য থাকবে তাদের।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল টানা তিন আসরের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় ।