image

দু’টি ট্রফি এনে দেয়ার জন্য সাবিনাকে ধন্যবাদ বাফুফে সভাপতির

ক্রীড়া বার্তা পরিবেশক

সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেয়। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে।

সাফ নারী ফুটসালে প্রথমবার শিরোপা জয়ী নারী ফুটবল দলকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর হাতিরঝিলে সংবর্ধনা দেয় বাফুফে। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য বোনাস থাকবে। কমিটির সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে।’ খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে আউয়াল বলেন, ‘কেবল সাফ ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, আমাদের আরও একটা ট্রফি এনে দেয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে। যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেয়। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে। ধন্যবাদ ও অভিনন্দন সাবিনাকে।’ এরপরই তিনি যোগ করেন, ‘ আপনারা কিন্তু ভবিষ্যৎ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। অভিনন্দন; যারা এই সাফল্যের নেপথ্যে ছিলেন। কোচও বলেছেন, ফুটসাল আমাদের মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। আমরা (একদিন) কথা বলছিলাম ইমরান ও হেড কোচের সঙ্গে। ফুটসালে ছেলেদের পাঠাচ্ছি, মেয়েদের কেন পাঠাচ্ছি না। তখন কোচ আমাকে বললেন, আমাকে দুজন ইরানি নারী কোচ দেন, তারা তৈরি আছে।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘কিছুদিন আগে আমি এক অনুষ্ঠানে সুমাইয়া সঙ্গে কথা বলি, আমরা সাফ ফুটসালে খেলবো কী খেলবো না, এ নিয়ে। ও বললো, আমাদের সুযোগ দেন, আমরা খেলবো, আমরা জিতবো। সুমাইয়া, ইমরান, হেড কোচের কথার কারণে আমি বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক। একটা দল হয়ে ওঠার জন্য ধন্যবাদ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি