সাফ অ-১৯ নারী ফুটবল
নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার বাটলার জানান, চার দলের এই প্রতিযোগিতায় শিরোপা নয়, জাতীয় দল ও এএফসি অ-২০ পর্যায়ের জন্য সম্ভাবনাময় ফুটবলার খোঁজাই তার মূল উদ্দেশ্য।
শুক্রবার, (৩০ জানুয়ারী ২০২৬) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য মুখ্য নয়। আমি এখানে এসেছি এমন খেলোয়াড়দের খুঁজতে, যারা সামনে বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে।’
বাটলার বলেন, ‘গত প্রায় দুই বছর ধরে আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের চেষ্টা করছি। এ ধরনের টুর্নামেন্ট সেই উন্নয়নেরই একটি ধাপ।’
অন্যদিকে বাংলাদেশ অ-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তার লক্ষ্য ট্রফির দিকেই। তার কথা, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে চাই এবং ফাইনাল খেলাই আমাদের লক্ষ্য।’
শনিবার ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হতে যাচ্ছে। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল চার দল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে ট্রফির জন্য।
নগর-মহানগর: বনানীতে আবাসিক ভবনে আগুন
অর্থ-বাণিজ্য: সবজির দাম স্থিতিশীল, বেড়েছে ডাল ও পোলাও চালের দাম