নারী টি-২০ বিশ্বকাপ বাছাই
আগের ম্যাচ জিতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছিল। সুপার সিক্সে শেষ দুই ম্যাচ ছিল অনেকটা নিয়মরক্ষার। তবে সেখানে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ফিফটি ও সোবহানা মুশতারির ফিফটি ছুঁইছুঁই ইনিংসে বড় পুঁজি গড়ে সহজে জিতেছে টাইগ্রেসরা।
শুক্রবার, (৩০ জানুয়ারী ২০২৬) নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ জিতেছে ৯০ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাট করে জ্যোতির ৩৫ বলে ৬২* ও মুশতারির ২৩ বলে ৪৭ রানে ভর করে ১৯১ রান করে বাংলাদেশ। জবাবে ১০১ রানে আটকে যায় স্কটিশরা। প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে ২৫ রানে ৩ উইকেট নেন মারুফা আক্তার। বিশাল লক্ষ্যে নেমে শুরু থেকেই স্কটল্যান্ড চাপে পড়ে বাংলাদেশের ধারালো বোলিং আক্রমণে। মারুফা প্রথম স্পেলেই ধসিয়ে দেন তাদের টপ অর্ডার। তার সঙ্গে যোগ দিয়ে উইকেট তুলেন রাবেয়া খান। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্কটল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। নাহিদা আক্তার, স্বর্ণা আক্তাররা বাকি কাজ সারেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। জুহেইরিয়াকে নিয়ে দিলারা আক্তার আনেন ঝড়ো শুরু। ২৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ করে ফিরে যান তিনি। জুহেইরিয়া থামেন ২২ করে। তিনে নেমে শারমিন আক্তার সুপ্তা থিতু হওয়ার আগেই ফিরে গেলেও ঝড় তুলেন জ্যোতি-মুশতারি। দুজনের মধ্যে আসে ৮৩ রানের দ্রুতগতির জুটি। মুশতারি ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ করে ফিরে গেলেও দলকে দুইশোর কাছে নিয়ে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। ৩৬ বলের ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ১টি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯১/৫ (দিলারা ৩৯, জুয়ায়রিয়া ২২, শারমিন ১৫, নিগার ৫৬*, সোবহানা ৪৭, স্বর্ণা ৫*; প্রিয়ানাজ ১/৪০, অ্যাবেল ১/৪৪, ফ্রেজার ১/৩৯)। স্কটল্যান্ড ১০১/৯ (ক্যাথরিন ব্রাইস ১১, সারাহ ম্যাককল ২০, প্রিয়ানাজ ১৪, স্প্রাউল ২৭*; মারুফা ৩/২৫, নাহিদা ১/২১, রাবেয়া ১/১৮, রিতু ২/১৩)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিগার সুলতানা।
নগর-মহানগর: বনানীতে আবাসিক ভবনে আগুন
অর্থ-বাণিজ্য: সবজির দাম স্থিতিশীল, বেড়েছে ডাল ও পোলাও চালের দাম