image

বিএফএফ ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল

ক্রীড়া বার্তা পরিবেশক

বিএফএফ ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল শনিবার, (৩১ জানুয়ারী ২০২৬) বাফুফের কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যালে একাডেমির ১২০ জন খুদে ফুটবলারা অংশ নেয়।

অংশগ্রহণকারী ফুটবলারদের ৮-১০ বছর, ১১-১৪ বছর এবং ১৫-১৬ বছর বয়সীদের আলাদা গ্রুপে খেলায় অংশ নেয়। ফেস্টিভ্যাল শেষে অংশগ্রহণকারী সব খুদে ফুটবলারদের মধ্যে মেডেল বিতরণ করা হয়। এছাড়াও রেডিয়েন্ট ফার্মাটিক্যালসের পক্ষ থেকে খেলোয়াড়দের গিফট বক্স প্রদান করা হয়।

সমাপানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও সাখওয়াত হোসেন ভূঁঞা শাহীন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি