সংবাদ স্পোর্টস ডেস্ক

রোববার, ২৫ এপ্রিল ২০২১

ড্র হলো পাল্লেকেলে টেস্ট

ড্র হলো পাল্লেকেলে টেস্ট

রোববার, ২৫ এপ্রিল ২০২১
সংবাদ স্পোর্টস ডেস্ক

ব্যাটসম্যানদের রাজত্বের মধ্য দিয়ে ড্র’তেই শেষ হলো বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই সিরিজের প্রথম টেস্ট।

নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হকের ১২৭ রানের সুবাদে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষনা করে টাইগাররা। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ১০৭ রানের লিড পায় লংকানরা। এই ইনিংসে শ্রীলংকার পক্ষে অধিনায়ক দিমুথ করুনারতেœ ২৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৬৬ রান করেন।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৩ ওভারে ২ উইকেটে ১০০ রান করে চা-বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারনে দিনের শেষ সেশনটিতে ম্যাচের ইতি টানেন ম্যাচ পরিচালনাকারীরা। ফলে ড্র’তে শেষ হয় ম্যাচটি।

চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৫১২ রান করেছিলো শ্রীলংকা। করুনারতেœ ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত ছিলেন।

আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ধনাঞ্জয়াকে শিকার করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। ২৯১ বলে ২২টি চারে ১৬৬ রান করেন ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে ৫৫৩ বলে ৩৪৫ রানের জুটি গড়েন করুনারতেœ-ধনাঞ্জয়া।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোন উইকেট জুটিতে লংকার হয়ে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়লেন করুনারতেœ ও ধনাঞ্জয়া। ১৪ বছর পর নয়া রেকর্ড গড়লেন তারা। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে শ্রীলংকার আগের সর্বোচ্চ রানের জুটিটি ছিলো ৩১১ রানের। ২০০৭ সালে ক্যান্ডিতে তৃতীয় উইকেট জুটিতে ৩১১ রান করেছিলেন দুই সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

ধনাঞ্জয়ার পর করুনারতœকেও শিকার করেন তাসকিন। ৪৩৭ বলে ২৬টি চারে ২৪৪ রান করেন শ্রীলংকার অধিনায়ক। প্রথম শ্রেনির ক্রিকেটে এটিই করুনারতেœ সর্বোচ্চ ব্যক্তিগত রান।

দুই সেট ব্যাটসম্যানকে শিকারের পর শ্রীলংকার আরও ৩ উইকেটের পতন ঘটায় বাংলাদেশের বোলাররা। পাথুম নিশাঙ্কাকে ১২ রানে পেসার এবাদত হোসেন এবং হাসারাঙ্গা ডি সিলভাকে ৪৩ রানে আউট করেন স্পিনার তাইজুল ইসলাম। ৩১ রান করে রান আউট হন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। সুরাঙ্গা লাকমল ২২ ও বিশ্ব ফার্নান্দো শুন্য রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন-বিরতিতে যান যান। এ সময় শ্রীলংকার রান ছিলো ৮ উইকেটে ৬৪৮ রান। দ্বিতীয় সেশন শুরুর আগে নিজেদের ইনিংস ঘোষনা করে লংকানরা।

তাই তৃতীয় সেশনের শুরু থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ২১ রানে সাইফ হাসান ও ২৭ রানে নাজমুল হোসেন শান্ত আউট হন। দু’জনকে বিদায় দেন শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমল। সাইফ ১ ও শান্ত খালি হাতে ফিরেন। প্রথম ইনিংসে ১৬৩ রান করেছিলেন শান্ত।

সাইফ-শান্তর বিদায়ের পর দলের হাল ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মোমিনুল হক। তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান তারা। এরপর বৃষ্টি শুরু হলে আর মাঠে গড়ায়নি খেলা।

টেস্ট ক্যারিয়ারের ৩০তম হাফ-সেঞ্চুরি তুলে ৭৪ রানে অপরাজিত থাকেন তামিম। ৯৮ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কা মারেন তামিম। ২৩ রানে অপরাজিত থাকেন মোমিনুল। শ্রীলংকার লাকমল ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলংকার করুনারতেœ।

আগামী ২৯ এপ্রিল থেকে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড