স্পোর্টস ডেস্ক

রোববার, ০৬ জুন ২০২১

মেসির চুক্তিতে আমেরিকায় খেলার শর্ত

image

মেসির চুক্তিতে আমেরিকায় খেলার শর্ত

রোববার, ০৬ জুন ২০২১
স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সাথে লিওনেল মেসির নতুন চুক্তিতে দুই বছর আমেরিকার ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে খেলার শর্ত যুক্ত থাকছে। বার্সেলোনা মেসিকে নতুন যে চুক্তির প্রস্তাব দিয়েছে তাতে মেসি সম্মত হলে ২০২৩ সালে তিনি আমেরিকার মেজল লিগ সকার দল ইন্টার মিয়ামিতে যোগ দিবেন। সেখানে দুই বছর খেলার পর আবার বার্সেলোনায় গিয়ে হবেন তাদের অ্যাম্বাসেডর। বার্সেলোনার সভাপতি জন লাপোর্তা জানিয়েছেন মেসির সাথে আলোচনা হয়েছে তবে এখনও চুক্তি হয়নি। গত বছর আগস্ট মাসে বার্সেলোনা ছাড়ার ইচ্ছা ব্যক্ত করা মেসি তার ক্যারিয়ারের বেশীরভাগ সময় বার্সেলোনাতেই থাকছেন। চুক্তি অনুযায়ী মেসি তার বয়স ৩৬ হওয়া পর্যন্ত বার্সেলোনাতেই খেলবেন।

মেসি নিজে এর আগে আমেরিকায় খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার জানা গেল ক্লাবের নামও। এ ক্লাবের মালিকানায় অংশ আছে ডেভিড বেকহ্যামের। তিনি ক্লাবের সুনাম বৃদ্ধির জন্যই মেসিকে দলে নিতে চাচ্ছেন। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় এবং বর্তমানে সান জোসে আর্থকোয়াক দলের কোচ ম্যাটিয়াস আলমিদা এর আগে মেসিকে তার দলে নেয়ার জন্য চেষ্টা করেছিলেন। তিনি মনে করেন ক্যারিয়ারের শেষ দিকে আমেরিকা হতে পারে মেসির জন্য আদর্শ জায়গা। যেখানে তিনি খেলে এবং বসবাস করে আনন্দ পেতে পারেন। আলমিদা বলেন, ‘মেসির সন্তানরা এখানে সাইকেল চালাতে পারবেন। তার স্ত্রী হাটতে পারবেন এবং মেসি নিজে সুপার মার্কেটে যেতে পারবেন। এখনকার মত তাকে বন্ধী জীবন কাটাতে হবে না। আমি মনে করি এ জন্য আমেরিকা তার জন্য ভাল হবে।’

আলমিদার দলে না গেলেও মেসি অন্য দলে যাচ্ছেন। তিনি হয়তো সেখানে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত খেলবেন। তখন তার বয়স হয়ে যাবে ৩৮ বছর। তাই হয়তো খেলোয়াড়ী জীবন শেষ করে বার্সেলোনায় ফিরবেন অ্যাম্বাসেডর হিসেবে। বার্সেলোনার প্রস্তাবে এমনটাই উল্লেখ করা হয়েছে। বার্সেলোনার প্রস্তাবে আছে দশ বছরের পরিকল্পনা।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের