প্যারিস সেন্ট জার্মেইর সভাপতি নাসের আল খেলাইফি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন চলতি গ্রীষ্মে কোন অবস্থানেই তারকা খেলোয়াড় কাইলিয়ান এমবাপ্পেকে বিক্রি করা হবে না। এর ফলে এমবাপ্পেকে দলে নেয়ার রিয়াল মাদ্রিদের আশা বড় একটি ধাক্কা খেল। এমবাপ্পের সাথে পিএসজির চুক্তির মেয়াদ আছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। তাই আক্রমণভাগের শক্তি বাড়ানোর জন্য রিয়াল মাদ্রিদকে এখন অন্য কোন খেলোয়াড়ের দিকে নজর দিতে হবে। এলইকুইপ পত্রিকাকে আল খেলাইফি বলেন, ‘আমি পরিস্কার করে জানিয়ে দিতে চাই যে এমবাপ্পে প্যারিসেই থাকছেন। তাকে আমরা কখনই বিক্রি করবো না এবং কখনই তাকে বিনা পয়সায় অন্য দলে যেতে দেব না। এমবাপ্পের যা দরকার তার সব কিছুই প্যারিসে আছে। সে কোথায় যেতে পারে? পিএসজির স্বপ্নের প্রকল্পের সাথে পাল্লা দেয়ার মতো কোন ক্লাব আছে? আমি বলতে চাই সব কিছু ঠিক মতো চলছে এবং আমি আশা করছি আমরা চুক্তি নবায়নের বিষয়ে একটি ঐকমত্যে পৌছাতে পারবো। এটা প্যারিস এবং তার নিজের দেশ। তার একটি লক্ষ্য আছে। কেবল ফুটবল খেলাই নয়, ফরাসী লিগ, নিজ দেশ এবং এর রাজধানীকে সামনে এগিয়ে নেয়াও তার উদ্দেশ্য।’
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা