তুরস্কের বিপক্ষে দারুন এক জয় দিয়ে ইউরো ২০২০ শুরু করেছে ইটালি। শুক্রবার রোমে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ইটালি। ২০১৮ সালের বিশ^কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করতে ব্যর্থ হওয়া ইটালি ৫ বছর পর বড় কোন টুর্নামেন্ট খেলছে। রোমের স্টেডিও অলিম্পিকোতে ধারণ ক্ষমতার চারভাগের এক ভাগ দর্শকের সামনে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলে তিনটি গোল করতে সমর্থ হয় ইটালি।
মেরিহ ডেমিরালের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ইটালি। এর পর সিরো ইমোবাইল এবং লরেঞ্জো ইনসিগনে একটি করে গোল করলে ইটালির সহজ জয় নিশ্চিত হয়। ১৬ হাজার দর্শকের সামনে এ জয় আবেগ আপ্লুত করে তোলে ইটালিয়ানদের। কোচ রবার্তো মানচিনি বলেন, ‘রোমে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। ইটালির সমর্থকদের জন্য এটা বড় একটি স্বস্তির বিষয়।’ ইটালি এ নিয়ে সব ধরনের ফুটবলে ২৮ ম্যাচে অপরাজিত রইল। তিনি আরও বলেন, ‘দর্শকদের উপস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে। এটা ছিল দারুন একটি সন্ধা। আমি আশা করছি এমন উপলক্ষ আরও আসবে। ফাইনালে খেলতে হলে আমাদের আরও ছয়টি ম্যাচে জিততে হবে।’
তুরস্কের কোচ সেনল গুনেস বলেন, ‘আমরা ভাল ফলের আশা করেছিলাম। কিন্তু ইটালি দারুন খেলেছে। প্রথম গোলটি সব কিছু পাল্টে দিয়েছে দ্বিতীয়ার্ধে। এর পরই আমরা খেলায় নিয়ন্ত্রন হারাই।
২৪ দলের এ প্রতিযোগিতার শুরুটা হয়েছে বেশ উৎসবের আমেজের মধ্য দিয়েই। ম্যাচ শুরুর আগে হয়েছে আলোর নান্দনিক প্রদর্শনী। ফুটেছে আতশ বাজিও। ইউরোপের ১১টি দেশে হচ্ছে এবারের ইউরো ফুটবল।
প্রতিযোগিতার আগে ইটালির জাতীয় পুলিশ অর্কেস্ট্রা প্রদর্শন করে। মাঠের মাধ্য বিশাল বেলুনের মধ্যে হয়ে আকর্ষণীয় প্যারেড। আন্দ্রে বোসেলি পরিবেশন করেন নেসান ড্রমা। এর পর ভার্চুয়ালি সংগীত পরিবেশন করেন মার্টিন গ্যারিক্স, বোনো এবং দ্য এজ।
খেলা শুরুর আগে মাঠের মাঝ খানে বল নিয়ে যান ইটালির হয়ে বিশ^কাপ বিজয়ী দুই সাবেক তারকা আলেসান্দ্রো নেস্তা এবং ফ্রান্সিস্কো টোটি।
মাঠের খেলাতেও ছিল ইটালির প্রাধান্য। তিন জন স্ট্রাইকার নিয়ে মাঠে নামা ইটালি শুরুর দিকেই সুযোগ সৃষ্টি করে। ৩১ বছর বয়সী ইমোবাইল প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করেন। তাছাড়া তুরস্কের রক্ষণভাগও ছিল বেশ দৃঢ়। প্রথমার্ধে গোল না খাওয়ার জন্য কৃতিত্ব আছে তুরস্কের গোলরক্ষক উগুরগান কাকিরেরও। ২৩ মিনিটে তিনি দারুন ভাবে ফিরিয়ে দেন গিওর্গি কিয়েলিনির হেড। বিরতির আট মিনিট পর ম্যাচে প্রথম গোল হয়। ফেডেরিকো বেরার্ডির ক্রস ইমোবাইলের কাছে যাওয়ার পথে সেটি আটকাতে চেষ্টা করেন ডেমিরাল। কিন্তু সেটি চলে যায় নিজেদের জালে। এর দুই মিনিট পর ইমোবাইল দারুন একটি সুযোগ পেয়েও বল বাইরে মারেন। ৬৬ মিনিটে ইমোবাইল করেন তার গোলটি। ইটালির হয়ে শেষ গোলটি করেন ইনসিগনে। সাসুলোর উইঙ্গার বেরার্ডির অবদান আছে ইটালির তিনটি গোলেই। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ইটালি এই প্রথম তিনটি গোল করলো। ইটালি ১৯৬৮ সালের পর আর ইউরো জিততে পারেনি। তারা বুধবার একই ভেন্যুতে খেলবে সুইজারল্যান্ডের সাথে। ২০০৮ সালের প্রতিযোগিতার সেমিফাইনালে খেলা তুরস্ক বুধবার বাকুতে খেলতে ওয়েলসের সাথে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১২ জুন ২০২১
তুরস্কের বিপক্ষে দারুন এক জয় দিয়ে ইউরো ২০২০ শুরু করেছে ইটালি। শুক্রবার রোমে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ইটালি। ২০১৮ সালের বিশ^কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করতে ব্যর্থ হওয়া ইটালি ৫ বছর পর বড় কোন টুর্নামেন্ট খেলছে। রোমের স্টেডিও অলিম্পিকোতে ধারণ ক্ষমতার চারভাগের এক ভাগ দর্শকের সামনে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলে তিনটি গোল করতে সমর্থ হয় ইটালি।
মেরিহ ডেমিরালের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ইটালি। এর পর সিরো ইমোবাইল এবং লরেঞ্জো ইনসিগনে একটি করে গোল করলে ইটালির সহজ জয় নিশ্চিত হয়। ১৬ হাজার দর্শকের সামনে এ জয় আবেগ আপ্লুত করে তোলে ইটালিয়ানদের। কোচ রবার্তো মানচিনি বলেন, ‘রোমে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। ইটালির সমর্থকদের জন্য এটা বড় একটি স্বস্তির বিষয়।’ ইটালি এ নিয়ে সব ধরনের ফুটবলে ২৮ ম্যাচে অপরাজিত রইল। তিনি আরও বলেন, ‘দর্শকদের উপস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে। এটা ছিল দারুন একটি সন্ধা। আমি আশা করছি এমন উপলক্ষ আরও আসবে। ফাইনালে খেলতে হলে আমাদের আরও ছয়টি ম্যাচে জিততে হবে।’
তুরস্কের কোচ সেনল গুনেস বলেন, ‘আমরা ভাল ফলের আশা করেছিলাম। কিন্তু ইটালি দারুন খেলেছে। প্রথম গোলটি সব কিছু পাল্টে দিয়েছে দ্বিতীয়ার্ধে। এর পরই আমরা খেলায় নিয়ন্ত্রন হারাই।
২৪ দলের এ প্রতিযোগিতার শুরুটা হয়েছে বেশ উৎসবের আমেজের মধ্য দিয়েই। ম্যাচ শুরুর আগে হয়েছে আলোর নান্দনিক প্রদর্শনী। ফুটেছে আতশ বাজিও। ইউরোপের ১১টি দেশে হচ্ছে এবারের ইউরো ফুটবল।
প্রতিযোগিতার আগে ইটালির জাতীয় পুলিশ অর্কেস্ট্রা প্রদর্শন করে। মাঠের মাধ্য বিশাল বেলুনের মধ্যে হয়ে আকর্ষণীয় প্যারেড। আন্দ্রে বোসেলি পরিবেশন করেন নেসান ড্রমা। এর পর ভার্চুয়ালি সংগীত পরিবেশন করেন মার্টিন গ্যারিক্স, বোনো এবং দ্য এজ।
খেলা শুরুর আগে মাঠের মাঝ খানে বল নিয়ে যান ইটালির হয়ে বিশ^কাপ বিজয়ী দুই সাবেক তারকা আলেসান্দ্রো নেস্তা এবং ফ্রান্সিস্কো টোটি।
মাঠের খেলাতেও ছিল ইটালির প্রাধান্য। তিন জন স্ট্রাইকার নিয়ে মাঠে নামা ইটালি শুরুর দিকেই সুযোগ সৃষ্টি করে। ৩১ বছর বয়সী ইমোবাইল প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করেন। তাছাড়া তুরস্কের রক্ষণভাগও ছিল বেশ দৃঢ়। প্রথমার্ধে গোল না খাওয়ার জন্য কৃতিত্ব আছে তুরস্কের গোলরক্ষক উগুরগান কাকিরেরও। ২৩ মিনিটে তিনি দারুন ভাবে ফিরিয়ে দেন গিওর্গি কিয়েলিনির হেড। বিরতির আট মিনিট পর ম্যাচে প্রথম গোল হয়। ফেডেরিকো বেরার্ডির ক্রস ইমোবাইলের কাছে যাওয়ার পথে সেটি আটকাতে চেষ্টা করেন ডেমিরাল। কিন্তু সেটি চলে যায় নিজেদের জালে। এর দুই মিনিট পর ইমোবাইল দারুন একটি সুযোগ পেয়েও বল বাইরে মারেন। ৬৬ মিনিটে ইমোবাইল করেন তার গোলটি। ইটালির হয়ে শেষ গোলটি করেন ইনসিগনে। সাসুলোর উইঙ্গার বেরার্ডির অবদান আছে ইটালির তিনটি গোলেই। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ইটালি এই প্রথম তিনটি গোল করলো। ইটালি ১৯৬৮ সালের পর আর ইউরো জিততে পারেনি। তারা বুধবার একই ভেন্যুতে খেলবে সুইজারল্যান্ডের সাথে। ২০০৮ সালের প্রতিযোগিতার সেমিফাইনালে খেলা তুরস্ক বুধবার বাকুতে খেলতে ওয়েলসের সাথে।