স্পোর্টস ডেস্ক

রোববার, ১৩ জুন ২০২১

ইউরো ২০২০

এরিকসেনের অচেতন হওয়া ম্যাচে ডেনমার্কের হার

image
এরিকসেনকে ঘিরে সহখেলোয়াড়দের কান্না

ইউরো ২০২০

এরিকসেনের অচেতন হওয়া ম্যাচে ডেনমার্কের হার

রোববার, ১৩ জুন ২০২১
স্পোর্টস ডেস্ক

ডেনমার্কের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেন শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২০ খেলার মাঝ খানে মাঠের মধ্যেই অচেতন হয়ে যান। দ্রুত মাঠের মধ্যে ডাক্তার গিয়ে তাকে চিকিৎসা দেন এবং হাসপাতালে পাঠান। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল, তবে ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গেছে ডেনমার্ক। সম্ভবত এরিকসেনের অচেতন হওয়ার প্রভাব পড়েছিল দলের খেলোয়াড়দের উপর। তাই প্রথমার্ধে দাপটের সাথে খেলা ডেনমার্ক দ্বিতীয়ার্ধে সেভাবে ভাল করতে পারেনি এবং একটি গোল খেয়ে ম্যাচে হার মানে।

এরিকসেন কোন রকম চ্যালেঞ্জ ছাড়াই অচেতন হয়ে পড়ে যান। সহখেলোয়াড়রা দ্রুত ডাক্তার ডেকে পাঠান মাঠের মধ্যে। এ সময় সহখেলোয়াড়দের অনেককেই কাদতে দেখা যায়। খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। ডেনমার্ক ফুটবল ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে এরিকসেনের হাসপাতালে চিকিৎসার পর জ্ঞান ফিরেছে এবং তিনি সহখেলোয়াড়দের সাথে কথা বলেছেন। ডেনিস কর্মকর্তা পিটার মোয়েলার জানিয়েছেন, ক্রিস্টিয়ানের অবস্থা এখন ভাল। খেলোয়াড়রা তার জন্যই পরের ম্যাচগুলো ভাল খেলবে।

এরিকসেনকে হাসপাতালে নেয়ার পর দুই দলের কর্মকর্তারা ম্যাচ অফিসিয়ালদের সাথে আলোচনা করে ম্যাচের বাকি সময় স্থানীয় সময় রাত ৮.৩০ টায় খেলতে সম্মত হন। তখন বাকি সময় খেলা হয়। এ ঘটনায় ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে নিস্তব্ধতা নেমে আসে। খেলোয়াড়দের পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকরাও হতবিহবল হয়ে পড়েন। পড়ে স্টেডিয়ামের লাউড স্পিকারে এরিকসেনের অবস্থা জানানোর পরে সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরে আসে। পরে খেলা শুরু হলে বেশীরভাগ দর্শকই উচ্ছাস প্রকাশ করেন। তবে কিছু কিছু দর্শক মনে করেন এরিকসেনের প্রতি সম্মান দেখিয়ে ম্যাচের বাকি অংশ না খেললেই ভাল হতো।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের