ইউরো ২০২০
ইউরো ২০২০
ডেনমার্কের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেন শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২০ খেলার মাঝ খানে মাঠের মধ্যেই অচেতন হয়ে যান। দ্রুত মাঠের মধ্যে ডাক্তার গিয়ে তাকে চিকিৎসা দেন এবং হাসপাতালে পাঠান। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল, তবে ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গেছে ডেনমার্ক। সম্ভবত এরিকসেনের অচেতন হওয়ার প্রভাব পড়েছিল দলের খেলোয়াড়দের উপর। তাই প্রথমার্ধে দাপটের সাথে খেলা ডেনমার্ক দ্বিতীয়ার্ধে সেভাবে ভাল করতে পারেনি এবং একটি গোল খেয়ে ম্যাচে হার মানে।
এরিকসেন কোন রকম চ্যালেঞ্জ ছাড়াই অচেতন হয়ে পড়ে যান। সহখেলোয়াড়রা দ্রুত ডাক্তার ডেকে পাঠান মাঠের মধ্যে। এ সময় সহখেলোয়াড়দের অনেককেই কাদতে দেখা যায়। খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। ডেনমার্ক ফুটবল ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে এরিকসেনের হাসপাতালে চিকিৎসার পর জ্ঞান ফিরেছে এবং তিনি সহখেলোয়াড়দের সাথে কথা বলেছেন। ডেনিস কর্মকর্তা পিটার মোয়েলার জানিয়েছেন, ক্রিস্টিয়ানের অবস্থা এখন ভাল। খেলোয়াড়রা তার জন্যই পরের ম্যাচগুলো ভাল খেলবে।
এরিকসেনকে হাসপাতালে নেয়ার পর দুই দলের কর্মকর্তারা ম্যাচ অফিসিয়ালদের সাথে আলোচনা করে ম্যাচের বাকি সময় স্থানীয় সময় রাত ৮.৩০ টায় খেলতে সম্মত হন। তখন বাকি সময় খেলা হয়। এ ঘটনায় ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে নিস্তব্ধতা নেমে আসে। খেলোয়াড়দের পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকরাও হতবিহবল হয়ে পড়েন। পড়ে স্টেডিয়ামের লাউড স্পিকারে এরিকসেনের অবস্থা জানানোর পরে সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরে আসে। পরে খেলা শুরু হলে বেশীরভাগ দর্শকই উচ্ছাস প্রকাশ করেন। তবে কিছু কিছু দর্শক মনে করেন এরিকসেনের প্রতি সম্মান দেখিয়ে ম্যাচের বাকি অংশ না খেললেই ভাল হতো।
সারাদেশ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত