নোভাক জকোভিচ অসাধারণভাবে ঘুরে দাড়িয়ে ফরাসী ওপেন টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার রোলা গ্যারোতে অনুষ্ঠিত ফাইনালে প্রথম দুই সেটে তিনি হেরে যাওয়ার পরও শেষ তিন সেটে জিতে শিরোপা জয় করেন। জকোভিচের এটা ছিল ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিনি ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দেন গ্রীসের স্টিফানোস টিস্টিপাসকে। জকোভিচ এ নিয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাই কম পক্ষে দুইবার করে জয় করলেন। গত ৫০ বছরের ইতিহাসে এ কৃতিত্ব আর কেউই অর্জন করতে পারেননি। তার চেয়ে বেশী (২০) গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। কিন্তু তারা চারটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুইবার করে জিততে পারেননি। ফেদেরার ফরাসী ওপেন জিতেছেন মাত্র একবার। অপর দিকে নাদাল উইম্বল্ডন জিতেছেন মাত্র একবার। জকোভিচের আগে রয় এমারসন এবং রড লেভার চারটি গ্র্যান্ড স্ল্যাম কম পক্ষে দুইবার করে জিতেছেন। জকোভিচ ৫২ বছর পর আবার গ্র্যান্ড স্ল্যাম ডাবল জিতলেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১৩ জুন ২০২১
নোভাক জকোভিচ অসাধারণভাবে ঘুরে দাড়িয়ে ফরাসী ওপেন টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার রোলা গ্যারোতে অনুষ্ঠিত ফাইনালে প্রথম দুই সেটে তিনি হেরে যাওয়ার পরও শেষ তিন সেটে জিতে শিরোপা জয় করেন। জকোভিচের এটা ছিল ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিনি ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দেন গ্রীসের স্টিফানোস টিস্টিপাসকে। জকোভিচ এ নিয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাই কম পক্ষে দুইবার করে জয় করলেন। গত ৫০ বছরের ইতিহাসে এ কৃতিত্ব আর কেউই অর্জন করতে পারেননি। তার চেয়ে বেশী (২০) গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। কিন্তু তারা চারটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুইবার করে জিততে পারেননি। ফেদেরার ফরাসী ওপেন জিতেছেন মাত্র একবার। অপর দিকে নাদাল উইম্বল্ডন জিতেছেন মাত্র একবার। জকোভিচের আগে রয় এমারসন এবং রড লেভার চারটি গ্র্যান্ড স্ল্যাম কম পক্ষে দুইবার করে জিতেছেন। জকোভিচ ৫২ বছর পর আবার গ্র্যান্ড স্ল্যাম ডাবল জিতলেন।