image

ফরাসী ওপেন জিতে ৫২ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ

রোববার, ১৩ জুন ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

নোভাক জকোভিচ অসাধারণভাবে ঘুরে দাড়িয়ে ফরাসী ওপেন টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার রোলা গ্যারোতে অনুষ্ঠিত ফাইনালে প্রথম দুই সেটে তিনি হেরে যাওয়ার পরও শেষ তিন সেটে জিতে শিরোপা জয় করেন। জকোভিচের এটা ছিল ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিনি ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দেন গ্রীসের স্টিফানোস টিস্টিপাসকে। জকোভিচ এ নিয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাই কম পক্ষে দুইবার করে জয় করলেন। গত ৫০ বছরের ইতিহাসে এ কৃতিত্ব আর কেউই অর্জন করতে পারেননি। তার চেয়ে বেশী (২০) গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। কিন্তু তারা চারটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুইবার করে জিততে পারেননি। ফেদেরার ফরাসী ওপেন জিতেছেন মাত্র একবার। অপর দিকে নাদাল উইম্বল্ডন জিতেছেন মাত্র একবার। জকোভিচের আগে রয় এমারসন এবং রড লেভার চারটি গ্র্যান্ড স্ল্যাম কম পক্ষে দুইবার করে জিতেছেন। জকোভিচ ৫২ বছর পর আবার গ্র্যান্ড স্ল্যাম ডাবল জিতলেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার