image

ইউরো ২০২০

ইউক্রেনের সাথে নেদারল্যান্ডসের কষ্টার্জিত জয়

সোমবার, ১৪ জুন ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

নেদারল্যান্ডস তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ইউরো ফুটবলে ৩-২ গোলে ইউক্রেনকে পরাজিত করেছে। ডেনজেল ডুমফ্রিজ শুরুর দিকে ভুল করে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন। তিনিই ৮৫ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন। শুরুর দিকে ডুমফ্রিজ সহজ সুযোগ নষ্ট করেন। তবে শেষ সময়ে নাথান একের ক্রস থেকে গোল করে তিনি দলকে এগিয়ে দেন। তার আগে নেদারল্যান্ডস ২-০ গোলে এগিয়ে গিয়েও প্রতিপক্ষকে ২-২ গোলে সমতা ফেরানোর সুযোগ দেয়। ফলে ডুমফ্রিজের গোলটি হয়ে যায় মহামূল্যবান।

নেদারল্যান্ডস সাত বছরের মধ্যে প্রথম বড় কোন টুর্নামেন্টে খেলছে। ২০১৪ সালে ব্রাজিল বিশ^কাপের সেমিফাইনালে খেলার পর আর তারা কোন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস। জর্জিনিও উইনালডাম ৫২ মিনিটে গোল করে এগিয়ে দেন ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নদের। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন উট উইহোর্স্ট। এর পর ইউক্রেন দুই গোল পরিশোধ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। ৭৫ মিনিটে আন্দ্রেই ইয়ারমোলেঙ্কোর বাকাটো শট গোলরক্ষককে পরাস্ত করে জালে যায়। এর চার মিনিট পর রোমান ইয়ারমেচুক করেন দ্বিতীয় গোল। ইউক্রেন এর আগে ইউরো প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচ জিতেছিল।

সি গ্রুপের অন্য এক ম্যাচে অস্ট্রিয়া ৩-১ গোলে ম্যাসেডোনিয়াকে পরাজিত করেছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি