নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়লেন শারমিন সুপ্তা। মঙ্গলবার ওয়ানডে বিশ্কাবপের বাছাই পর্বে গ্রুপ-বি’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেন শারমিন। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এর আগে সর্বোচ্চ রান ছিলো ৭৫। যৌথভাবে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। গতকাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি, ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও খেললেন শারমিন।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন তিনি। ১৪১ বল খেলে ১১টি চারে নিজের নান্দনিক ও স্মরনীয় ১৩০ রানের ইনিংসটি খেলেন শারমিন। ইনিংসে ৪৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে তিন অংকে পা রাখেন শারমিন। সেঞ্চুরি করতে ১১৭ বল খেলেন ২৫ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। তার সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশ নারী দলের।
ওয়ানডে ক্যারিয়ারে আগের ২৫ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরি ছিলো শারমিনের। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের দুই ব্যাটারের সেঞ্চুরি রয়েছে। তারা হলেন- নিগার সুলতানা ও ফারজানা হক। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে নিগার ১১৩ ও ফারজানা ১১০ রান করেছিলেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়লেন শারমিন সুপ্তা। মঙ্গলবার ওয়ানডে বিশ্কাবপের বাছাই পর্বে গ্রুপ-বি’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেন শারমিন। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এর আগে সর্বোচ্চ রান ছিলো ৭৫। যৌথভাবে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। গতকাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি, ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও খেললেন শারমিন।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন তিনি। ১৪১ বল খেলে ১১টি চারে নিজের নান্দনিক ও স্মরনীয় ১৩০ রানের ইনিংসটি খেলেন শারমিন। ইনিংসে ৪৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে তিন অংকে পা রাখেন শারমিন। সেঞ্চুরি করতে ১১৭ বল খেলেন ২৫ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। তার সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশ নারী দলের।
ওয়ানডে ক্যারিয়ারে আগের ২৫ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরি ছিলো শারমিনের। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের দুই ব্যাটারের সেঞ্চুরি রয়েছে। তারা হলেন- নিগার সুলতানা ও ফারজানা হক। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে নিগার ১১৩ ও ফারজানা ১১০ রান করেছিলেন।