ভারতের ১৬তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রেয়াস আইয়ার। হাফ সেঞ্চুরি এসেছে ওপেনার শুভমন গিল ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে কানপুরে বিপদে পড়ে যাওয়া ভারতের প্রথম ইনিংসে উঠেছে ৩৪৫ রান। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের প্রায় পুরোটা ভারতীয় বোলার ও ফিল্ডারদের খাটিয়ে মেরেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথাম। দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষকরা সময়ে কিউইদের স্কোর বিনা উইকেটে ১২৯ রান। ভারতের চেয়ে নিউজিল্যান্ড পিছিয়ে ২১৬ রানে।
গত বৃহস্পতিবার প্রথম দিনে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছিলো ভারত। শ্রেয়াস আইয়ার ৭৫ ও রবীন্দ্র জাদেজা ৫০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ক্রিজে নেমেছিলেন। কিন্তু শুক্রবার দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে ভারতকে ধাক্কা দেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আগের দিনের স্কোরের সঙ্গে আর কোনো রান যোগ না করেই জাদেজা থামেন সাউদির বলে। এরপর উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকেও (১) ফেরান সাউদি। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা শ্রেয়াস আইয়ার ৯২তম ওভারের প্রথম বলে পৌঁছে যান তিন অংকের ম্যাজিক স্কোরে। এজন্য ১৫৭টি বল মোকাবেলা করেন তিনি। শেষ পর্যন্ত ১০৫ রানে আইয়ারও শিকার হন সাউদির। আইারের ১৭১ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারির সঙ্গে ছিলো ২টি ছক্কার মার।
আইয়ারের আউটের পর ভারতের ব্যাটিংলাইন আপের লেজের দিকের তিন ব্যাটার যোগ করেন ৪০ রান।
ভারতের ইনিংসে ৬৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন সাউদি। এর মধ্য দিয়ে ৮০ টেস্টের ক্যারিয়ারে ত্রয়োদশ বারের মত পাঁচ বা ততোধিক শিকারের কৃতিত্ব দেখালেন এই কিউই পেসার।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়ং যে অপরাজিত আছেন, তা বলা হয়েছে রিপোর্টের শুরুতেই। দুইজনে ৫৭ ওভার ব্যাট করে দিন শেষে অবিচ্ছিন্ন থাকার সময়ে লাথাম ৫০ ও ইয়ং ৭৫ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস ৩৪৫ (শ্রেয়াস ১০৫, জাদেজা ৫০, অশ্বিন ৩৮; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১, এজাজ ২/৯০)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস ১২৯/০ (লাথাম ৫০*, ইয়ং ৭৫*)।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
ভারতের ১৬তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রেয়াস আইয়ার। হাফ সেঞ্চুরি এসেছে ওপেনার শুভমন গিল ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে কানপুরে বিপদে পড়ে যাওয়া ভারতের প্রথম ইনিংসে উঠেছে ৩৪৫ রান। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের প্রায় পুরোটা ভারতীয় বোলার ও ফিল্ডারদের খাটিয়ে মেরেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথাম। দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষকরা সময়ে কিউইদের স্কোর বিনা উইকেটে ১২৯ রান। ভারতের চেয়ে নিউজিল্যান্ড পিছিয়ে ২১৬ রানে।
গত বৃহস্পতিবার প্রথম দিনে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছিলো ভারত। শ্রেয়াস আইয়ার ৭৫ ও রবীন্দ্র জাদেজা ৫০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ক্রিজে নেমেছিলেন। কিন্তু শুক্রবার দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে ভারতকে ধাক্কা দেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আগের দিনের স্কোরের সঙ্গে আর কোনো রান যোগ না করেই জাদেজা থামেন সাউদির বলে। এরপর উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকেও (১) ফেরান সাউদি। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা শ্রেয়াস আইয়ার ৯২তম ওভারের প্রথম বলে পৌঁছে যান তিন অংকের ম্যাজিক স্কোরে। এজন্য ১৫৭টি বল মোকাবেলা করেন তিনি। শেষ পর্যন্ত ১০৫ রানে আইয়ারও শিকার হন সাউদির। আইারের ১৭১ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারির সঙ্গে ছিলো ২টি ছক্কার মার।
আইয়ারের আউটের পর ভারতের ব্যাটিংলাইন আপের লেজের দিকের তিন ব্যাটার যোগ করেন ৪০ রান।
ভারতের ইনিংসে ৬৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন সাউদি। এর মধ্য দিয়ে ৮০ টেস্টের ক্যারিয়ারে ত্রয়োদশ বারের মত পাঁচ বা ততোধিক শিকারের কৃতিত্ব দেখালেন এই কিউই পেসার।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়ং যে অপরাজিত আছেন, তা বলা হয়েছে রিপোর্টের শুরুতেই। দুইজনে ৫৭ ওভার ব্যাট করে দিন শেষে অবিচ্ছিন্ন থাকার সময়ে লাথাম ৫০ ও ইয়ং ৭৫ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস ৩৪৫ (শ্রেয়াস ১০৫, জাদেজা ৫০, অশ্বিন ৩৮; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১, এজাজ ২/৯০)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস ১২৯/০ (লাথাম ৫০*, ইয়ং ৭৫*)।