image

অধিনায়ক বাবরকে ফিরিয়ে দিলেন মিরাজ

রোববার, ২৮ নভেম্বর ২০২১
ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশের দেওয়া ৩৩০ রানের প্রথম ইনিংসে ভালোই জবাব দিল পাকিস্তান ওপেনার দুই ওপেনার। ইনিংসের শুরুতে পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিকের রান তখন ৯। তাইজুল ইসলামের বল লাগে শফিকের প‍্যাডে। ব‍্যাট দ্রুত নামালেও বোঝা যাচ্ছিল না বল ঠিক কোথায় লেগেছিল। তবে ঝুঁকি নিয়ে রিভিউ নেননি টাইগার অধিনায়ক মুমিনুল হক।

পরে রিপ্লেতে দেখা যায় বল প‍্যাডে লেগে তবেই ব্যাটে যায়। রিভিউ নিলে ৯ রানেই ফিরে যেতেন শফিক। রিভিউ না নেওয়ার মাশুল দিচ্ছেন বোলাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা হয়েছে সাবধানী।

আবিদ আলী ১৮০ বলে ৯৩ রান। এর আগে অর্ধশতক তুলে ছুটছেন শতকের পথে। অপর প্রান্তে শফিক রান তুলছেন ধীর গতিতে। অভিষেকে তুলে নিয়েছে অর্ধশতক। অপরাজিত আছেন ১৬২ বলে ৫২ রানে। কোন উইকেট না হারিয়ে ৫৭ ওভারে ১৪৫ রান তুলে দিন শেষ করে পাকিস্তান। বাংলাদেশ কোন উইকেট নিতে পারলনা। শুধু চেয়ে দেখলো পাক-দুই ওপেনারের ব্যাটিং।

তৃতীয় দিনের শুরুতে তাইজুলের জোড়া আঘাত। তৃতীয় দিনের শেষ দুই ওভারে এলবির ফাঁদে পড়েন আবদুল্লাহ শফিক ও আজাহার আলী। এদিন মাত্র ১ রান যোগ করে তারা। দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। কিন্তু সেই চাপ সামলে নিজের আরও একটি কাঙ্খিত সেঞ্চুরি তুলে নিয়েছেন আবিদ আলী। ২০৯ রানে তুলে নেন সেঞ্চুরি।

আজহার আলীর পর ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। ধীর গতিতে এগুচ্ছিলেন তিনি। তবে ৪৬ বলে ১০ রান করতেই মিরাজের বলে বোল্ট হলে ফিরে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৭৫ রান। ক্রিজে আছেন আবিদ আলী ও ফাওয়াদ আলম।

এর আগে দিনের শুরুতে হাসান আলীর বোলিং তোপে এক সেশনেই ৬ উইকেট হারিয়ে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া ৯১ রান করেন মুশফিকুর রহিম। হাসান আলী নেন ৫টি উইকেট।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি