ফ্রেঞ্চ লিগ-১
লিওনেল মেসির তৈরী করা তিনটি সুযোগ কাজে লাগিয়ে প্যারিস সেন্ট জার্মেই রবিবার ফরাসী লিগ-১ এ সেন্ট এতিয়েকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। অর্ধেকের বেশী সময় একজন বেশী নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে পিএসজি শেষ পর্যন্ত সহজেই ম্যাচ জিতে যায়। এর ফলে পিএসজি ১৪ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরও সুসংহত করলো।
কাইলিয়ান এমবাপ্পেকে ফাউল করে টিমোথি কোলোজেইচ্যাক লাল কার্ড দেখার আগ পর্যন্ত পিএসজির সাথে সমানতালে পাল্লা দিয়েছিল স্বাগতিক এতিয়ে। এমনকি তারা এগিয়েও গিয়েছিল ডেনিস বোউঙ্গার গোলে। টিমোথি ফাউল করেছিলেন পেনাল্টি বক্সের বেশ খানিকটা বাইরে। সেখান থেকে পাওয়া ফ্রি কিকে মাথা লাগিয়ে পিএসজিকে সমতায় ফেরান অধিনায়ক মার্কিনোস। বিরতি পর্যন্ত খেলার ফল ছিল ১-১। পিএসজির মতো দলের সাথে একজন কম নিয়ে খেলা বেশ কঠিন। স্বাগতিক এতিয়ে চেষ্টা করেছে গোল যত কম খাওয়া যায়। কিন্তু তার পরেও তাদেরকে আরও দুটি গোল খেতে হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। শেষ গোলটি করেন মার্কিনোস।
এ ম্যাচ দিয়েই পিএসজির হয়ে লিগে অভিষেক ঘটে সার্জিও রামোসের। মৌসুমের শুরুতে পিএসজিতে যোগ দিলেও ইনজুরির কারণে এতদিন তিনি খেলতে পারেননি। এ ম্যাচ দিয়েই পিএসজিতে তার যাত্রা শুরু হলো। পিএসজি জিতলেও তাদের তিন তারকা মেসি, নেইমার ও এমবাপ্পে কোন গোল করতে পারেননি। যদিও ম্যাচের শুরুর দিকে নেইমার একবার বল প্রতিপক্ষের জালে পাঠিয়েছিলেন, কিন্তু ভিএআর দেখে অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ফ্রেঞ্চ লিগ-১
রোববার, ২৮ নভেম্বর ২০২১
লিওনেল মেসির তৈরী করা তিনটি সুযোগ কাজে লাগিয়ে প্যারিস সেন্ট জার্মেই রবিবার ফরাসী লিগ-১ এ সেন্ট এতিয়েকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। অর্ধেকের বেশী সময় একজন বেশী নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে পিএসজি শেষ পর্যন্ত সহজেই ম্যাচ জিতে যায়। এর ফলে পিএসজি ১৪ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরও সুসংহত করলো।
কাইলিয়ান এমবাপ্পেকে ফাউল করে টিমোথি কোলোজেইচ্যাক লাল কার্ড দেখার আগ পর্যন্ত পিএসজির সাথে সমানতালে পাল্লা দিয়েছিল স্বাগতিক এতিয়ে। এমনকি তারা এগিয়েও গিয়েছিল ডেনিস বোউঙ্গার গোলে। টিমোথি ফাউল করেছিলেন পেনাল্টি বক্সের বেশ খানিকটা বাইরে। সেখান থেকে পাওয়া ফ্রি কিকে মাথা লাগিয়ে পিএসজিকে সমতায় ফেরান অধিনায়ক মার্কিনোস। বিরতি পর্যন্ত খেলার ফল ছিল ১-১। পিএসজির মতো দলের সাথে একজন কম নিয়ে খেলা বেশ কঠিন। স্বাগতিক এতিয়ে চেষ্টা করেছে গোল যত কম খাওয়া যায়। কিন্তু তার পরেও তাদেরকে আরও দুটি গোল খেতে হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। শেষ গোলটি করেন মার্কিনোস।
এ ম্যাচ দিয়েই পিএসজির হয়ে লিগে অভিষেক ঘটে সার্জিও রামোসের। মৌসুমের শুরুতে পিএসজিতে যোগ দিলেও ইনজুরির কারণে এতদিন তিনি খেলতে পারেননি। এ ম্যাচ দিয়েই পিএসজিতে তার যাত্রা শুরু হলো। পিএসজি জিতলেও তাদের তিন তারকা মেসি, নেইমার ও এমবাপ্পে কোন গোল করতে পারেননি। যদিও ম্যাচের শুরুর দিকে নেইমার একবার বল প্রতিপক্ষের জালে পাঠিয়েছিলেন, কিন্তু ভিএআর দেখে অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।