image

???????? ????????? ?????

টেস্টে দেশের সর্বাধিক রান মুশফিকের

রোববার, ২৮ নভেম্বর ২০২১
ক্রীড়া বার্তা পরিবেশক

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই দেশের মাটিতে সর্বাধিক রান করে পেছনে ফেলেন তামিম ইকবালকে। তৃতীয় দিনে তাকে আরেক জায়গা থেকেও সিংহাসনচ্যুত করলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকু রহিম। দেশের হয়ে টেস্টের সর্বাধিক রান এখন তার।

প্রথম টেস্ট শুরুর আগে তামিমকে সিংহাসচ্যুত করতে মুশফিকের প্রয়োজন ছিল ৯৩ রান। প্রথম ইনিংসে ৯১ রানে আউট হলেও মাইলফলক থেকে দুই রান দূরে ছিলেন। রোববার শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ২ রান যোগ করেই তামিমকে ছাড়িয়ে গেছেন তিনি।

গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শাহীন শাহ আফ্রিদির বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে খেলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান মুশফিক। তৃতীয় দিন শেষে ব্যাট করছেন ১২ রানে।

দেশের শীর্ষ ৫ টেস্ট ব্যাটার

মুশফিকুর রহিম- ৭৬ ম্যাচে ৪ হাজার ৭৯৯*

তামিম ইকবাল- ৬৪ ম্যাচে ৪ হাজার ৭৮৮ রান

সাকিব আল হাসান- ৫৮ ম্যাচে ৩ হাজার ৯৩৩ রান

মোমিনুল হক-৪৬ ম্যাচে ৩ হাজার ৩৫৫

হাবিবুল বাশার- ৫০ ম্যাচে ৩ হাজার ২৬

সম্প্রতি