প্যারিস সেন্ট জার্মেই ফরাসী লিগ-১ এর পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ঘরোয়া ফুটবলের পারফরমেন্স দিয়ে তারা চলতি মৌসুমে এখন পর্যন্ত সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি। পিএসজি এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৪২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে অবস্থানরত রেনের চেয়ে তারা ১১ পয়েন্টে এগিয়ে আছে। সর্বশেষ ম্যাচে পিএসজি ১-১ গোলে ড্র করেছে ৫ম স্থানীয় দল লেন্সের সাথে।
পিএসজি এখন পর্যন্ত পরাজিত করেছে ট্রোয়েস, রেসিং স্টার্সবোর্গ, ব্রেস্ট, রেইমন্স, ক্লেরমন্ট, লিও, মেটজ, মন্তপেলিয়ার, অ্যাঙ্গার্স, লিলি, বর্দু, নতস এবং সেন্ট এতিয়েকে। সবগুলো দলের অবস্থানই পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানের নিচে।
অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষেই সমস্যায় পড়তে হচ্ছে পিএসজিকে। রেনের কাছে তারা ২-০ গোলে হারে। তৃতীয় স্থানীয় মার্শেই এবং চতুর্থ স্থানীয় নাইসের সাথে তারা করে গোলশূন্য ড্র।
অবশ্য সে তুলনায় চ্যাম্পিয়ন্স লিগে ভাল করছে পিএসজি। গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির কাছে প্রথম লেগে ২-০ গোলে পরাজিত হওয়া সত্ত্বেও শেষ ষোলতে নাম লিখিয়েছে তারা। সেখানেও ক্লাব ব্রুগে এবং লাইপজিগের সাথে ড্র করে তারা।
ফরাসী লিগে চ্যাম্পিয়ন হওয়া তাদের জন্য নতুন কোন ঘটনা নয়। তাদের লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্ব। যে কারণে ইউরোপের সবচেয়ে দামী খেলোয়াড়দের দলে নিয়েছে পিএসজি। কিন্তু এখন পর্যন্ত ইউরোপিয়ান কোন ট্রফি তারা জিততে পারেনি। লিওনেল মেসি ফ্রি খেলোয়াড় হিসেবে যোগ দেয়ার পর তাদের কাছে প্রত্যাশা অনেকে বেড়েছে। যদিও মেসি এখন পর্যন্ত দলের জন্য উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি। সম্প্রতি তিনি জিতেছেন সপ্তম ব্যালন ডি অর। যদিও তাকে পুরস্কার দেয়ায় অনেক সমালোচনাও হচ্ছে। খুব দ্রুত যদি মাঠের খেলায় পিএসজি উন্নতি করতে না পারে তাহলে কোচ মরিসিও পচেত্তিনোর চাকুরী নিয়ে শঙ্কা দেখা দিবে। একই সাথে মেসির শ্রেষ্ঠত্বও হাতছাড়া হয়ে যেতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা
বিজ্ঞান ও প্রযুক্তি: সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫
সারাদেশ: শীতের আগমনে পথে পথে পিঠার পসরা