image

হেডের সেঞ্চুরীতে হোবার্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
স্পোর্টস ডেস্ক

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনে ট্রেভিস হেডের সেঞ্চুরীতে চালকের আসনে থেকেই শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিন শেষে ৬ উইকেটের খরচায় তাদের সংগ্রহ ২৪১ রান। করোনাকে জয় করে ১০১ রানের ইনিংস খেলছেন টেভিস হেড।

বৃষ্টিস্নাত কন্ডিশনে টস জিতে আগে ফিল্ডিং করতে দ্বিতীয়বার ভাবেননি ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। গোলাপি বল হাতে নিয়ে শুরুতেই অসি ব্যাটিং লাইনআপের ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেন দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসন। তাদের দাপটে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় অসিরা।

চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়েন হেড ও মারনাস লাবুশেন। ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন তারা দুইজনই। ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে থামেন লাবুশেন। ব্রডের এক অসাধারণ ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত হয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার।

এরপর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হেড। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।দলীয় ২০৪ রানে হেডকে ফেরানোর মধ্য দিয়ে প্রতিরোধ গড়া ১২১ রানের জুটি ভাঙ্গেন ক্রিস ওকস। আর সেঞ্চুরির দিকে ছুটতে থাকা গ্রিনকে ৭৪ রানে সাজঘরের পথ বাতলে দেন মার্ক উড।

বৃষ্টির বাঁধায় ৫৯.৩ ওভারে থেমে যায় খেলা। আর একটি বলও মাঠে গড়ায়নি। ফলে এখানেই শেষ হয় প্রথম দিন। অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৪১ রান। ক্যারি ১০ রান ও স্টার্ক ০ রান নিয়ে অপ্রয়াজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন অলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি