image

ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপা জিতল ওয়ালটন মধ্যাঞ্চল

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
ক্রীড়া বার্তা পরিবেশক

বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে বিসিএলের ওয়ানডে সংস্করণ ইন্ডিপেন্ডন্স কাপের শিরোপা জিতে নিল ওয়ালটন মধ্যাঞ্চল। ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট আর ৪৫ বল হাতে রেখেই শিরোপা জিতেছে মোসাদ্দেক হোসেনের দল।

সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণাঞ্চল। ৪৮.৫ ওভারে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। দলটির হয়ে সর্ব্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার পিনাক ঘোষ। এছাড়া ৩১ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে। মধ্যাঞ্চলের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম, সৌম্য সরকার, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট শিকার করেন।

১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার মিজানুর রহমান আর সৌম্য সরকার ভালো সূচনা এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬৫ রান। সৌম্য ২৫ বলে ৪ বাউন্ডারিতে ২১ করে নাসুম আহমেদের শিকার হয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর মাত্র ১৫ রান তুলতে মিজানুর (৩৯), মিঠুন (৪), মজিদের(১) উইকেট হারিয়ে বিপদে পড়ে মধ্যাঞ্চল।

সেখান থেকে আল আমিন হোসেন আর মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ জুটিতে সহজেই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে।

মোসাদ্দেক ৩৩ ও আল আমিন ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুজনের জুটি থেকে আসে ৮৮ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে নাসুম আহমেদ একাই শিকার করেন তিনটি উইকেট। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি দক্ষিণাঞ্চল : ১৬৩/১০ (৪৮.৫ ওভার) পিনাক ৩৫, নাহিদুল ৩১, সৌম্য ১৯/২, মৃত্যুঞ্জয় ২৬/২

ওয়ালটন মধ্যাঞ্চল : ১৬৪/৪ (৪২.৩ ওভার) আল আমিন ৫৩*, মিজানুর ৩৯, নাসুম ৩২/৩

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি