ক্রীড়া বার্তা পরিবেশক

শনিবার, ২২ জানুয়ারী ২০২২

লো-স্কোরিং ম্যাচে লড়েও জিততে পারল না সিলেট

image

লো-স্কোরিং ম্যাচে লড়েও জিততে পারল না সিলেট

শনিবার, ২২ জানুয়ারী ২০২২
ক্রীড়া বার্তা পরিবেশক

৯৬ রানের স্বল্প পুঁজি নিয়েও কুমিল্লার বিপক্ষে ভালোই লড়াই উপহার দিল সিলেট সানরাইজার্স। তবে শেষ পর্যন্ত স্বল্প পুঁজির কারণেই হারতে হলো তাদের। ৮ বল বাকি থাকতে ২ উইকেটের জয় দিয়ে বিপিএলের অষ্টম আসর শুরু করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৯৭ রানের টার্গেটে কুমিল্লার দুই বিদেশি রিক্রুট ফাফ ডু প্লেসি এবং ক্যামেরুন ডেলপোর্ট ওপেন করতে নামেন। তবে উইলোবাজি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসা দুজন। দলীয় ১৩ রানে মাথায় ব্যক্তিগত ২ রান করে সোহাগ গাজীর হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ফাফ। ডেলপোর্ট গাজীর দ্বিতীয় শিকার হন ১৬ রান করে। ১৯ বলের ইনিংসটি সাজান ১টি করে চার-ছয়ের মারে।

৩৪ রানে ২ উইকেট হারানো কুমিল্লা এরপর আরও ১১ রান যোগ হতেই হারায় মুমিনুল হক (১৫) ও অধিনায়ক ইমরুলের (১০) উইকেট। দুজনকেই বিদায় করেন সিলেটের অধিনায়ক ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এরপর দ্রুত বিদায় নেন আরিফুল হকও (৪)। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি আফগান অলরাউন্ডার করিম জানাত (১৮) ও নাহিদুল ইসলাম (১৬)।

৮৮ রানে কুমিল্লা হারায় শহিদুল ইসলামকে। ব্যাটারদের ঝুঁকিপূর্ণ শট খেলার প্রবণতায় সিলেট ছোট পুঁজি নিয়েও জয়ের স্বপ্ন দেখা শুরু করে। তবে কুমিল্লা তখন জয় থেকে বেশি দূরে ছিল না। তাই জয়বঞ্চিত থাকতে হয়নি। ১৮.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে ইমরুল কায়েসের দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের দল। মাত্র ৯৬ রানেই অলআউট হয়ে যায় সিলেট। শুরু থেকেই উইকেট হারানোর সঙ্গে ব্যাটসম্যানরা খেলতে থাকেন একের পর এক ডট বল। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটসম্যানরা সিঙ্গেলস-ডাবলসের সঙ্গে বাউন্ডারি মারার জন্য মুখিয়ে থাকেন, সেখানে সিলেটের ব্যাটসম্যানরা ডটবল খেলে উল্টো চাপে ফেলেছেন নিজেদের দলকেই।

প্রথম ১০ ওভারে ৬০ বলের মধ্যে ৪১টিই ছিল ডট! মেডেন ছিল ১ ওভার। ১০ ওভারে রান ছিল ৪ উইকেটে ৪৪! ওভার প্রতি ৪.৪০ রান করে নিয়েছে দলটি। পরের ৯ ওভার ১ বলে ডট ছিল ২৭টি, রান আসে ৫২টি।

সিলেটের হয়ে সর্ব্বোচ্চ ২০ রান করেন কলিন ইনগ্রাম। দ্বিতীয় সর্ব্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত থেকে। সিলেটের সাপোর্টাদের হতাশ করেছেন মোহাম্মদ মিঠুন (৫), অধিনায়ক সৈকত (৩), অলক কাপালি (৬), মুক্তার আলিরা (০)। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তিন বোলার নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার