ক্রীড়া বার্তা পরিবেশক

রোববার, ২৩ জানুয়ারী ২০২২

টি-টোয়েন্টি দলে আর ফিরতে চায় না তামিম : পাপন

image

টি-টোয়েন্টি দলে আর ফিরতে চায় না তামিম : পাপন

রোববার, ২৩ জানুয়ারী ২০২২
ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএলে টানা দুই ম্যাচ হেরে গেছে মিনিস্টার ঢাকা। তবে দুই ম্যাচেই ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন বাংলাদেশ ওয়েনডে দলের অধিনায়ক তামিম ইকবাল। যেখানে টি-টুয়েন্টিতে ওপেনারদের রানা ক্ষরা নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চিন্তা কাটছেই না সেখানে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে তামিমের ধারাবাহিকতা কিছুটা হলেও আক্ষেপ জাগচ্ছে, তামিমকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপেও পেত বাংলাদেশ!

চোটকে কারণ হিসেবে দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে তামিম জানিয়ে দেন, তরুণদের প্রতি তার আস্থা আছে এবং বিশ্বকাপে খেলবেন না। এরপর তামিমকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়ে অনেক কথা হয়েছে। একাংশের দাবি ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে চান না তামিম।

এবার একই দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের দাবি, তামিম টি-টোয়েন্টি দলে আর ফিরতে চান না। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দেখতে এসেছিলেন নাজমুল হাসান পাপন। এই ম্যাচে শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে বোর্ড প্রধান বলেন, ‘ওর সঙ্গে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বে কেন। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল ও আমাকে একটা কথা বলেছে, ‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’ এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় তাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’

তাহলে কি টি-টুয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না তামিম ইকবালকে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবশেষটি তামিম খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। তামিম বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৪.০৮ গড়ে তার রান ১ হাজার ৭৫৮। তবে স্ট্রাইকরেট কেবলই ১১৬.৯৬। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৭ টি ফিফটি ও ১টি সেঞ্চুরি রয়েছে তামিমের ঝুলিতে।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের