image

আইসিসির বর্ষসেরা শাহিন আফ্রিদি

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
স্পোর্টস ডেস্ক

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন শাহীন আফ্রিদি।

সোমবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন ও রাসেল হেহো ফ্লিন্ট বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে স্মৃতির নাম ঘোষণা করে আইসিসি।

২০২১ সালে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাহীন শাহ আফ্রিদি। এ সময় শিকার করেছিলেন ৭৮ উইকেট।

গত বছর এই বাঁহাতি পেসারের সেরা পারফরম্যান্স ৫১ রানে ৬ উইকেট। বছর জুড়ে ধারাবাহিক পারফর্মেন্সের কারণেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

এবারের আইসিসি অ্যাওয়ার্ডকে পিসিবি অ্যাওয়ার্ড বললেও মনে হয় ভুল বলা হবে না কারণ শাহীন শাহ আফ্রিদির আগে এবছর ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি