image

ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের কাছে পল বিয়া স্টেডিয়ামে কাল আফ্রিকান কাপ অব নেশনস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্যামেরুন ও এই প্রথম নেশনস কাপ খেলতে যাওয়া কমোরোস। সেই ম্যাচ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

করোনা পরিস্থিতির কারণে স্টেডিয়ামে ৮০ শতাংশের বেশি দর্শক ঢোকার নিয়ম নেই। কিন্তু স্বাগতিক দলের খেলা, তাই ৬০ হাজার আসনের স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। এ কারণে স্টেডিয়ামে ঢোকার সময় সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।

ক্যামেরুনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিআরটিভি জানিয়েছে, ‘স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন।’ এপি নিউজকে ক্যামেরনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সিএনএন বলছে মৃতের সংখ্যা আট। আরেকটি সংবাদমাধ্যম বলছে বেশ কিছু শিশু ঘটনাস্থলে জ্ঞান হারিয়েছে।

আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) এক বিবৃতিতে বলেছে, ‘তারা বর্তমানে ঘটনাটি তদন্ত করছে এবং কী হয়েছিল সেটা বোঝার চেষ্টা করছে।’

মাঠের বাইরে ভয়ংকর দুর্ঘটনা ঘটলেও মাঠের খেলা চলেছে বাধাহীনভাবেই। আফ্রিকান নেশনস কাপের শেষ ষোলোর এই ম্যাচে কমোরোসকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌছে গেছে স্বাগতিক ক্যামেরুন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি