স্পেনিশ লা লিগা
রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার লা লিগায় লেভান্তেকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে। এ ম্যাচে পরাজিত হওয়ায় ভ্যালেন্সিয়া ভিত্তিক দল লেভান্তে লা লিগা থেকে নিচের বিভাগে নেমে গেছে। রিয়াল মাদ্রিদ আগেই শিরোপা জিতেছে। যে কারণে ম্যাচটি ছিল তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা তারা শেষ করেছে প্র্যাকটিস ম্যাচ খেলার মেজাজে। যাতে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
রিয়ালের হয়ে এ ম্যাচে গোলের সূচনা করেন ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। নয় মিনিটে তার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর পর ব্যবধান দ্বিগুন করার সুযোগ এসেছিল ফেদে ভালভার্দের সামনে। তার নেয়া ইনসুইং শটটি ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল পাননি তিনি।
এক ম্যাচ বিশ্রাম কাটিয়ে আবার দলে ফেরা করিম বেনজেমা করেন দলের দ্বিতীয় গোল। ভিনিসিয়ুসের ক্রস থেকে গোলটি করেন বেনজেমা। খেলার বয়স আধ ঘন্টা হওয়ার পর থেকেই সেটি রূপ নেয় প্র্যাকটিস মেজাজে। এ সময় লুকা মড্রিচের পাস থেকে বল পেয়ে তৃতীয় গোলটি করেন রড্রিগো।
বিরতির ঠিক আগে মড্রিচের পাস থেকে চতুর্থ গোলটি করেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান এ তরুন কঠিন অ্যাঙ্গেল থেকে গোলটি করেন। দ্বিতীয়ার্ধটি ছিল একান্তই ভিনিসিয়ুসের। তিনি এ অর্ধে রিয়ালের হয়ে তার প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৭ মিনিটে বেনজামা গোলমুখে বল দেন ভিনিসিয়ুসকে এবং তিনি ট্যাপ করে ব্যবধান বাড়ান। ভিনিসিয়ুস ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। লুকা জোভিচের পাস থেকে শেষ গোলটি করেন ভিনিসিয়ুস।
আগেই শিরোপা নিশ্চিত করা রিয়াল এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগে নিজেদের আরো গুছিয়ে নেয়ার কাজটি সারতে পেরেছে। অপর দিকে লেভান্তেকে বিদায় নিতে হচ্ছে লা লিগা স্যানট্যান্ডার থেকে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
স্পেনিশ লা লিগা
শুক্রবার, ১৩ মে ২০২২
রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার লা লিগায় লেভান্তেকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে। এ ম্যাচে পরাজিত হওয়ায় ভ্যালেন্সিয়া ভিত্তিক দল লেভান্তে লা লিগা থেকে নিচের বিভাগে নেমে গেছে। রিয়াল মাদ্রিদ আগেই শিরোপা জিতেছে। যে কারণে ম্যাচটি ছিল তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা তারা শেষ করেছে প্র্যাকটিস ম্যাচ খেলার মেজাজে। যাতে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
রিয়ালের হয়ে এ ম্যাচে গোলের সূচনা করেন ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। নয় মিনিটে তার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর পর ব্যবধান দ্বিগুন করার সুযোগ এসেছিল ফেদে ভালভার্দের সামনে। তার নেয়া ইনসুইং শটটি ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল পাননি তিনি।
এক ম্যাচ বিশ্রাম কাটিয়ে আবার দলে ফেরা করিম বেনজেমা করেন দলের দ্বিতীয় গোল। ভিনিসিয়ুসের ক্রস থেকে গোলটি করেন বেনজেমা। খেলার বয়স আধ ঘন্টা হওয়ার পর থেকেই সেটি রূপ নেয় প্র্যাকটিস মেজাজে। এ সময় লুকা মড্রিচের পাস থেকে বল পেয়ে তৃতীয় গোলটি করেন রড্রিগো।
বিরতির ঠিক আগে মড্রিচের পাস থেকে চতুর্থ গোলটি করেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান এ তরুন কঠিন অ্যাঙ্গেল থেকে গোলটি করেন। দ্বিতীয়ার্ধটি ছিল একান্তই ভিনিসিয়ুসের। তিনি এ অর্ধে রিয়ালের হয়ে তার প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৭ মিনিটে বেনজামা গোলমুখে বল দেন ভিনিসিয়ুসকে এবং তিনি ট্যাপ করে ব্যবধান বাড়ান। ভিনিসিয়ুস ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। লুকা জোভিচের পাস থেকে শেষ গোলটি করেন ভিনিসিয়ুস।
আগেই শিরোপা নিশ্চিত করা রিয়াল এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগে নিজেদের আরো গুছিয়ে নেয়ার কাজটি সারতে পেরেছে। অপর দিকে লেভান্তেকে বিদায় নিতে হচ্ছে লা লিগা স্যানট্যান্ডার থেকে।