image

??????? ????

বায়ার্নে আর থাকতে চান না লেফানডস্কি

শুক্রবার, ১৩ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে আর খেলতে চাচ্ছেন না পোলিশ স্ট্রাইকার রবার্ট লেফানডস্কি। তার সাথে বায়ার্নের চুক্তি আছে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু তার আগেই অন্য কোন ক্লাবে চলে যেতে চান লেফানডস্কি। সাম্প্রতিক সময়ে লেফানডস্কির স্পেনের বার্সেলোনায় যোগ দেয়ার কথা শোনা গেছে। তবে বার্সেলোনার সাথে আলোচনা চূড়ান্ত হয়নি।

মাত্র এক মাস আগেও বায়ার্ন বেশ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিল যে, লেফানডস্কির সাথে চুক্তি নবায়ন করবে তারা। বায়ার্নের সিইও অলিভার কান আমাজন প্রাইমকে বলেছিলেন, ‘আমরা নিশ্চিত যে লেফানডস্কি আরো এক মৌসুম আমাদের সাথেই থাকছেন। আমরা জানি তার কাছ থেকে আমরা কী পেতে পারি। এ ব্যাপারে আমরা বেশ রিলাক্সই আছি। তার সাথে আলোচনা চলবে। প্রতি মৌসুমে ৩০-৪০টি গোল করেন এমন একজন খেলোয়াড়কে অন্যত্র বিক্রি করে দেব এমন বোকা আমরা নই।’

কিন্তু এক মাসের মধ্যে এমন কিছু ঘটেছে যে লেফানডস্কি আর বায়ার্নে থাকতে চান না। জানা গেছে ক্লাব তার চুক্তি নবায়নের ব্যাপারে যে ভাবে আলোচনা চালাচ্ছে তাতে খুশী নন লেফানডস্কি। বায়ার্ন যেদিন বুন্দেস লিগা জয় নিশ্চিত করে সে দিনই লেফানডস্কি নিজের হতাশার কথা প্রকাশ করেন। তিনি তখন বলেছিলেন, ‘শিগগীরই আলোচনা হবে। তবে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোন অগ্রগতি হয়নি। কী ঘটছে তা সম্পর্কে আমি অবগত আছি। আমার জন্য পরিস্থিতি মোটেও সহজ নয়।’

বায়ার্নের সামনে দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে যোগ্য কোন প্রতিস্থাপক ছাড়াই দলের সেরা স্ট্রাইকারকে বিক্রি করে দেয়া। অথবা এক মৌসুম পর বিনে পয়সায় তাকে নিজের পছন্দ মতো কোন দলে চলে যেতে দেয়া। চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের জন্য তারা লেফানডস্কিকে দলে রেখে দিতে চাইবে। তবে তাদের জন্য কোন পথই খুব সহজ হবে না। এখন দেখার পালা বায়ার্ন কিভাবে লেফানডস্কির বিষয়টি সমাধা করে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি