কলকাতার ঐতিহ্যবাহী ইডেন মাঠে আইপিএলের প্লে-অফের প্রথম দু’টি ম্যাচ হবে। ২৪ এবং ২৫ মে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। ইতোমধ্যে তার প্রস্তুতিপর্ব চলছে।
আর এই প্রস্তুতি পর্ব দেখতে গতকাল বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে ইডেন মাঠে এসে দেখেছেন, সব ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কি না।
বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ইডেনে আসেন, তখন ইডেনে উপস্থিত ছিলেন সিএবি প্রধান অভিষেক ডালমিয়া। তার সঙ্গে আলোচনাও করেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়কের নিজের শহরে আইপিএলের প্রথম দু’টি প্লে-অফ ম্যাচ হওয়ার সিদ্ধান্তে তিনি খুব খুশী ও গর্বিত।
২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল খেলা হবে গুজরাতের আমেদাবাদে। বোর্ড সচিব জয় শাহের শহরে আয়োজন করা হবে এ বারের ফাইনাল। মাঠে উপস্থিত থাকবে ১০০ শতাংশ দর্শক। ইডেনেও ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সবাই তাকিয়ে আছেন সেই ম্যাচগুলির টিকিটের দিকে। কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে উঠতে পারবে কি না সেই নিয়ে চিন্তায় আসেন কলকাতাবাসীসহ সবাই।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা