alt

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিততে মরিয়া টাইগাররা

ক্রীড়া বার্তা পরিবেশক : রোববার, ২২ মে ২০২২

আম্পায়ার খেলা শেষ করার পর চান্ডিমাল ও ডিকভেলার সঙ্গে তাইজুলের শুভেচ্ছা বিনিময় -সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। সফরে আসা লঙ্কানদের বিপক্ষে এবার টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে টাইগাররা। চট্টগ্রামে অনুষ্ঠিত দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা ড্র হওয়ার পর আজ সকাল দশটায় শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ে টাইগাররা মরিয়া হয়ে লড়াই চালাবে।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে আটকে দিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরি এবং লিটন কুমার দাস ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে ৪৬৫ রান তুলে প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নিয়েছিল টাইগাররা।

টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশ দল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ দুটো উইকেট শিকার করলে উত্তেজনার আভাস মিলেছিল। বিশেষভাবে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলতে বারবার পরাস্ত হচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটাররা।

দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে শ্রীলঙ্কা ১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বসে। এমন অবস্থায় শ্রীলঙ্কা ৯৩ রানে এগিয়ে গেলেও বাংলাদেশের দাপট ছিল সুস্পষ্ট। কিন্তু শেষদিকে দিনেশ চান্ডিমাল ৩৯ ও নিরোশান ডিকভেলার ৬১ রানের দুটো অনবদ্য ইনিংস খেলে প্রতিরোধ গড়লে ড্র হয় প্রথম টেস্ট।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক জানিয়েছিলেন, জয় থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন তারা। ম্যাচের চিত্র অনুযায়ী এটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। তবে দ্বিতীয় টেস্ট জিতে প্রথম টেস্টের হতাশাকে আনন্দে পরিণত করতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন মোমিনুল।

রোববার (২২ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, মিরপুরের উইকেটে সবসময় ফলাফল আসে। তাই এই ভেন্যু থেকে ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে আছি আমরা।

তিনি আরও বলেন, আশা করছি এই উইকেটে বড় ভূমিকা থাকবে সাকিব-তাইজুলের। সেই সঙ্গে ব্যাটাররা নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে তাদের সহায়তা করবে।

আঙুলের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতা অফ-স্পিনার নাঈম হাসান। দ্বিতীয় টেস্টে নাঈমের জায়গায় একাদশে মোসাদ্দেক হোসেনের অন্তর্ভুক্তির ইংঙ্গিত দিয়েছেন অধিনায়ক মোমিনুল। অফ-স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভালো করার সামর্থ্য রয়েছে তার। নাঈমের অনুপস্থিতি আপাতত বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা মনে হলেও, তা পুষিয়ে দেয়ার সামর্থ্য রয়েছে টাইগার বোলিং ইউনিটের।

এদিকে ইনজুরির কারণে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকেও এ ম্যাচে পাবে না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে আঘাত পাবার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তার পরিবর্তে সুযোগ পাবার সম্ভাবনা রয়েছে এবাদত হোসেনের। তবে দল তাকে একাদশে রাখে কি-না, সেটিই দেখার বিষয়।

মিরপুরের ভেন্যুতে এক পেসার নিয়ে খেলার নজির রয়েছে বাংলাদেশের। ২০১৬ ও ২০১৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের ম্যাচে এক পেসার নিয়েই খেলেছিল টাইগাররা।

দুই পরাশক্তির বিপক্ষে জয় পেতে স্পিন উইকেট বানিয়েছিল বাংলাদেশ। কিন্তু উপমহাদেশের দলগুলোর বিপক্ষে এমন কৌশল কাজে লাগেনি টাইগারদের।

২০১৮ সালে এই ভেন্যুতে টেস্ট জিতেছিল শ্রীলঙ্কা। এই ভেনুতেই সর্বশেষ টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। এখানে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজও। সবমিলিয়ে মিরপুর আর বাংলাদেশের জন্য পয়মন্ত নয় বলেই মনে হচ্ছে।

তারপরও এখানে স্পিনই মুখ্য হয়ে উঠবে বলে ইঙ্গিত দিয়েছেন মোমিনুল। একই সঙ্গে মোমিনুল এটাও জানেন এই উইকেটের সুবিধা নেয়ার মতো স্পিনার লঙ্কান দলেও রয়েছে।

অবশ্য, চট্টগ্রামের টেস্টে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ স্পিনাররাই এগিয়ে ছিলেন। যা বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেকোন দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট। ২৩ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। দ্বীপরাষ্ট্রটির কাছে ১৭ টেস্টে পরাজয়ের সঙ্গে টাইগাররা পাঁচটি ম্যাচ ড্র করেছে।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ পরাজিত হয় পাঁচ ম্যাচে। একমাত্র জয়টি আসে ২০১৭ সালে বাংলাদেশ দলের শততম টেস্টে, শ্রীলঙ্কার মাটিতে।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

পাকিস্তান ম্যাচের মাঝে বদল হলো আম্পায়ার

বাংলাদেশ-চীন নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ কাল ঢাকা স্টেডিয়ামে

ছবি

ইউরো: লিভারপুলের রোমাঞ্চকর জয়, বায়ার্ন-পিএসজিও জিতেছে

ছবি

জমজমাট আয়োজনে শুরু স্কুল হ্যান্ডবল

ছবি

সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয়

ছবি

রংপুরের অনন্যার ট্রিপল হ্যাটট্রিক

ছবি

পাকিস্তান অধিনায়কের হুমকি: ‘১৮০ করার ক্ষমতা আছে!’

ছবি

শততম টেস্ট খেলবেন মুশফিক

ছবি

ফিফা র‌্যাংকিংয়ে ১১ বছর পর এক নম্বর দল স্পেন

ছবি

পাইক্রফটের ক্ষমা চাওয়ায় নিজেদের নৈতিক জয় দেখছেন রমিজ রাজা

ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-ওমান

টিভিতে আজকের খেলা

ছবি

লঙ্কা-আফগান ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ

ছবি

সুপার ফোরে যাওয়ার সমীকরণের সামনে বাংলাদেশ

ছবি

ম্যাচসেরা নাসুম সব ছেড়ে দিতে চান নিয়তির হাতে

ছবি

চ্যালেঞ্জ কাপে মোহামেডান-বসুন্ধরা ম্যাচ শুক্রবার

ছবি

টি-২০ র‌্যাঙ্কিংয়ে আফগানদের পেছন ফেললো বাংলাদেশ

ছবি

ঠাকুরগাঁওয়ের বড় জয়ে রুনার হ্যাটট্রিক

ছবি

পারফরমেন্সে আরও উন্নতি চান অধিনায়ক লিটন

ছবি

বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

টিভিতে আজকের খেলা

ছবি

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইলো বাংলাদেশ

ছবি

বাঁচা-মরার লড়াইয়ে বুধবার পাকিস্তান-আমিরাত মুখোমুখি

ছবি

বাংলাদেশের ভালো প্রস্তুতিতে মিলতে পারে সমাধান: ডাচ কোচ

ছবি

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সুন্দর সূচনা করে

ছবি

ওয়ানডে ও টি-২০ খেলতে আগামী মাসে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল

ছবি

বৈরী আবহাওয়ায় এনসিএল টি-২০ স্থগিত

ছবি

‘এমবাপ্পেকে এখনও মেসির পেছনেই’

ছবি

ওয়াসিম ভাঙলেন বাটলারের রেকর্ড

ছবি

উদ্বোধনী দিনে সাগরিকা ও মনির হ্যাটট্রিক

ছবি

করমর্দন বিতর্কে ম্যাচ রেফারির কোনো ভূমিকা ছিল না: আইসিসি

ছবি

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস

ছবি

ক্যাচ মিসে ভর করে হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় শ্রীলঙ্কার

টিভিতে আজকের খেলা

ছবি

টাইগারদের বাঁচা-মরা লড়াইয়ের সামনে উজ্জীবিত আফগানরা

ছবি

করমর্দন বিতর্কে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের

tab

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিততে মরিয়া টাইগাররা

ক্রীড়া বার্তা পরিবেশক

আম্পায়ার খেলা শেষ করার পর চান্ডিমাল ও ডিকভেলার সঙ্গে তাইজুলের শুভেচ্ছা বিনিময় -সংগৃহীত

রোববার, ২২ মে ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। সফরে আসা লঙ্কানদের বিপক্ষে এবার টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে টাইগাররা। চট্টগ্রামে অনুষ্ঠিত দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা ড্র হওয়ার পর আজ সকাল দশটায় শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ে টাইগাররা মরিয়া হয়ে লড়াই চালাবে।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে আটকে দিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরি এবং লিটন কুমার দাস ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে ৪৬৫ রান তুলে প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নিয়েছিল টাইগাররা।

টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশ দল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ দুটো উইকেট শিকার করলে উত্তেজনার আভাস মিলেছিল। বিশেষভাবে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলতে বারবার পরাস্ত হচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটাররা।

দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে শ্রীলঙ্কা ১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বসে। এমন অবস্থায় শ্রীলঙ্কা ৯৩ রানে এগিয়ে গেলেও বাংলাদেশের দাপট ছিল সুস্পষ্ট। কিন্তু শেষদিকে দিনেশ চান্ডিমাল ৩৯ ও নিরোশান ডিকভেলার ৬১ রানের দুটো অনবদ্য ইনিংস খেলে প্রতিরোধ গড়লে ড্র হয় প্রথম টেস্ট।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক জানিয়েছিলেন, জয় থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন তারা। ম্যাচের চিত্র অনুযায়ী এটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। তবে দ্বিতীয় টেস্ট জিতে প্রথম টেস্টের হতাশাকে আনন্দে পরিণত করতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন মোমিনুল।

রোববার (২২ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, মিরপুরের উইকেটে সবসময় ফলাফল আসে। তাই এই ভেন্যু থেকে ইতিবাচক ফলাফলের দিকে তাকিয়ে আছি আমরা।

তিনি আরও বলেন, আশা করছি এই উইকেটে বড় ভূমিকা থাকবে সাকিব-তাইজুলের। সেই সঙ্গে ব্যাটাররা নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে তাদের সহায়তা করবে।

আঙুলের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতা অফ-স্পিনার নাঈম হাসান। দ্বিতীয় টেস্টে নাঈমের জায়গায় একাদশে মোসাদ্দেক হোসেনের অন্তর্ভুক্তির ইংঙ্গিত দিয়েছেন অধিনায়ক মোমিনুল। অফ-স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভালো করার সামর্থ্য রয়েছে তার। নাঈমের অনুপস্থিতি আপাতত বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা মনে হলেও, তা পুষিয়ে দেয়ার সামর্থ্য রয়েছে টাইগার বোলিং ইউনিটের।

এদিকে ইনজুরির কারণে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকেও এ ম্যাচে পাবে না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে আঘাত পাবার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তার পরিবর্তে সুযোগ পাবার সম্ভাবনা রয়েছে এবাদত হোসেনের। তবে দল তাকে একাদশে রাখে কি-না, সেটিই দেখার বিষয়।

মিরপুরের ভেন্যুতে এক পেসার নিয়ে খেলার নজির রয়েছে বাংলাদেশের। ২০১৬ ও ২০১৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের ম্যাচে এক পেসার নিয়েই খেলেছিল টাইগাররা।

দুই পরাশক্তির বিপক্ষে জয় পেতে স্পিন উইকেট বানিয়েছিল বাংলাদেশ। কিন্তু উপমহাদেশের দলগুলোর বিপক্ষে এমন কৌশল কাজে লাগেনি টাইগারদের।

২০১৮ সালে এই ভেন্যুতে টেস্ট জিতেছিল শ্রীলঙ্কা। এই ভেনুতেই সর্বশেষ টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। এখানে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজও। সবমিলিয়ে মিরপুর আর বাংলাদেশের জন্য পয়মন্ত নয় বলেই মনে হচ্ছে।

তারপরও এখানে স্পিনই মুখ্য হয়ে উঠবে বলে ইঙ্গিত দিয়েছেন মোমিনুল। একই সঙ্গে মোমিনুল এটাও জানেন এই উইকেটের সুবিধা নেয়ার মতো স্পিনার লঙ্কান দলেও রয়েছে।

অবশ্য, চট্টগ্রামের টেস্টে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ স্পিনাররাই এগিয়ে ছিলেন। যা বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেকোন দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট। ২৩ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। দ্বীপরাষ্ট্রটির কাছে ১৭ টেস্টে পরাজয়ের সঙ্গে টাইগাররা পাঁচটি ম্যাচ ড্র করেছে।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ পরাজিত হয় পাঁচ ম্যাচে। একমাত্র জয়টি আসে ২০১৭ সালে বাংলাদেশ দলের শততম টেস্টে, শ্রীলঙ্কার মাটিতে।

বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

back to top