image

কনফারেন্স লিগ জিতে মরিনিয়োর অনন্য রেকর্ড

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

কোচ জোসে মরিনিয়ো আরো একটি ইউরোপিয়ান ক্লাব শিরোপা জয় করেছেন। বুধবার তার দল এএস রোমা ১-০ গোলে ফেয়েনুর্দকে পরাজিত করে কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়। এর মাধ্যমে মরিনিয়ো প্রথম কোচ হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব কটি শিরোপা জেতার বিরল কৃতিত্ব অর্জন করলেন। এর আগে তিনি পোর্তো এবং ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন।

ইটালির ক্লাব রোমা প্রথমার্ধে নিকোলো জানিলোর গোলে এগিয়ে যায়। আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত ফাইনালে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জিতে রোমা প্রথমবারের মতো কনফারেন্স লিগ শিরোপা জেতে। ম্যাচের শুরুর দিকে উভয় দলই ছিল বেশ সতর্ক। তাদের মধ্যে শারীরিক শক্তি প্রয়োগ করে খেলার প্রবণতাও লক্ষ করা যায়। তবে ধীরে ধীরে ফেয়েনুর্দ ম্যাচে প্রাধান্য স্থাপন করতে সমর্থ হয়। তবে তারা সেভাবে সুযোগ সৃষ্টি করতে পারেনি। অপর দিকে কাউন্টার অ্যাটাক থেকে রোমা গোল করে এগিয়ে যায়। জিয়ানলুকা মানচিনির কাছ থেকে বল পেয়ে জানিলো ৩২ মিনিটে গোলটি করেন।

বিরতির পর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে রোমাকে চেপে ধরে ফেয়েনুর্দ। তারা প্রায় গোল পেয়েই যাচ্ছিল। চাপের মুখে মানচিনি বল নিজেদের জালেই পাঠানোর মতো অবস্থার সৃষ্টি করেছিলেন। যদিও তিনি কোন রকমে সেটি প্রতিহত করতে সমর্থ জন। এর পর হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেয়ার উপক্রম হয়েছিল। রেফারি ভিএআর দেখে যে হ্যান্ডবল হয়নি তা নিশ্চিত হন। এর পরেও ম্যাচে প্রাধান্য ছিল ফেয়েনুর্দের। তবে তারা গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল রোমা। কিন্তু তারাও সেটি গোলে পরিনত করতে পারেনি। যে কারণে এক গোলের ব্যবধানেই জয় পরাজয় নিস্পত্তি হয়।

রোমা ২০০৮ সালের পর এই প্রথম কোন ট্রফি জিতলো। তারা শেষ বার কোপা ইটালিয়া জিতেছিল। ইন্টার মিলান ২০১০ সালে মরিনিয়োর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ইটালির কোন ক্লাব এই প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ী হলো।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি