ফিজিক্যালি ঠিক থাকলেও ক্রিকেটারদের মুখ থেকে মানসিকতার বিষয়ে সংশ্বয়ের কথা হরহামেশায় বেরিযে আসছে। বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান তো প্রকাশ্যেই অনেকবার গণমাধ্যমকে বলেছেন।
এ নিয়ে মনোবিদরা ব্যাপক কাজ করছেন। তারপরও ফিজিক্যালি ফিট থাকলেও খেলোয়াররা মানসিকভাবে ঠিক থাকছে না। এই নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
তাই এবার নতুন পরিকল্পনা করেছে বিসিবি। খেলোয়ারদের মানসিকভাবে শক্তিশালী করতে সামরিক বাহিনীর মনোবিদদের শরণাপন্ন হচ্ছেন।
ইতিমধ্যে প্রতিরক্ষা বাহিনীর ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (আইএসএসবি) মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের কয়েকটি সেশন আয়োজনের পরিকল্পনাও হয়েছে।
আইএসএসব’র মনোবিদদের তত্বাবধায়নে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই কমপক্ষে দুটি সেশন নেওয়া হবে।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এ বিষয়ে ইতোমধ্যে পাকাপাকি কথা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম টেস্ট শেষে ২০ মে একটা সেশন হওয়ার কথা ছিল। সব পরিকল্পনাও করা ছিল। কিন্তু প্রচণ্ড গরমে খেলে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়ে, রিকভারি করা জরুরি ছিল। এ কারণে সেশনটা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশন করানোর পরিকল্পনার কথা জানিয়ে অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, দলের সবার সঙ্গে তারা (মনোবিদ) কথা বলবেন, দরকার হলে ব্যক্তিগত সেশনও করবেন।
এরআগে প্রথমবারের মতো ফিটনেসের উন্নতির জন্য ২০০৭ সালে সিলেট সেনানিবাসে ক্রিকেটারদের বুট ক্যাম্পের আয়োজন করেছিল ক্রিকেট বোর্ড।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন