চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন রিয়াল বস কার্লো আনচেলত্তি।
ইতালিয়ান এ কোচ ইতিহাসে প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতানোর রেকর্ড করে ফেলেছেন। একই সঙ্গে পিছনে ফেলেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানকে। সেই সঙ্গে পিছনে পড়ে যান লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি।
বিশাল এই সাফল্যকে ‘অবিশ্বাস্য’ বলেই মনে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তি। বললেন, আমি রেকর্ডমানব, বিশ্বাসই হচ্ছে না।
৬২ বছর বয়সি কোচ আনচেত্তলি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না আমার চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আমরা খুব খুশি কারণ মৌসুমটা ভালোভাবে শেষ করেছি। শেষ পর্যন্ত আমি মনে করি এই প্রতিযোগিতা জেতার দাবি রাখি আমরা। আমি আর কী বলতে পারি। আমি একজন রেকর্ড মানব।
২০১৩-১৪ মৌসুমে আনচেত্তলির অধীনে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল। অবশ্য ইতিহাস এর আগেও গড়েছেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার। তার হাত ধরে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে এসি মিলান দুবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ছাড়াও ছাড়া ইতিহাসের প্রথম ও একমাত্র কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন আনচেত্তলি।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে