২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ওই বছরের নভেম্বরে জার্মানি জাতীয় দলের সহকারি কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন মিরোস্লাভ ক্লোসা।
এবার তিনি পা রাখলেন দেশের বাইরে। অস্ট্রিয়ান বুন্ডেসলিগায় এসসিআর আলটাহ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিলেন জার্মানির ফুটবল ইতিহাসের সফলতম এই গোল স্কোরার।
এই দায়িত্বে দুই বছরের মেয়াদ শেষ হয় ২০২০ সালের জুনে। এরপর তিনি যোগ দেন বায়ার্নের মূল দলের কোচিং স্টাফে। হান্সি ফ্লিকের সহকারী কোচদের একজন হিসেবে কাজ করেন এক বছরের চুক্তিতে। গত বছরের মে মাসে ওই চুক্তির মেয়াদ শেষ হয়। এবার নতুন চ্যালেঞ্জ নিলেন এসসিআর আলটাহতে।
অস্ট্রিয়ান বুন্ডেসলিগায় গত মৌসুমে আলটাহ ছিল ১১তম স্থানে, আগের মৌসুমে ছিল দশম। তলানির দিকের এই দলকে টেনে তোলার চ্যালেঞ্জ নিতে হবে ক্লোসাকে। ৪৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বিবৃতিতে বললেন, দায়িত্বটি নিতে তিনি মুখিয়ে আছেন।
শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি আমার ভেতরে খেলা করছে যে, মনে হচ্ছে আমি এখানে ঠিক জায়গাতেই এসেছি। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে প্রথম আলোচনা এতটাই উন্মুক্ত ছিল যে, নিজের কাছে আমি পরিষ্কার হয়ে যাই যে এটাই করতে চাই।”
উল্লেখ্য, ১৩৭ ম্যাচে ৭১ গোল করে ক্লোসা জার্মানির ইতিহাসের সফলতম গোলদাতা। ১৬ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেও সবচেয়ে বেশি গোল তার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১৮ জুন ২০২২
২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ওই বছরের নভেম্বরে জার্মানি জাতীয় দলের সহকারি কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন মিরোস্লাভ ক্লোসা।
এবার তিনি পা রাখলেন দেশের বাইরে। অস্ট্রিয়ান বুন্ডেসলিগায় এসসিআর আলটাহ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিলেন জার্মানির ফুটবল ইতিহাসের সফলতম এই গোল স্কোরার।
এই দায়িত্বে দুই বছরের মেয়াদ শেষ হয় ২০২০ সালের জুনে। এরপর তিনি যোগ দেন বায়ার্নের মূল দলের কোচিং স্টাফে। হান্সি ফ্লিকের সহকারী কোচদের একজন হিসেবে কাজ করেন এক বছরের চুক্তিতে। গত বছরের মে মাসে ওই চুক্তির মেয়াদ শেষ হয়। এবার নতুন চ্যালেঞ্জ নিলেন এসসিআর আলটাহতে।
অস্ট্রিয়ান বুন্ডেসলিগায় গত মৌসুমে আলটাহ ছিল ১১তম স্থানে, আগের মৌসুমে ছিল দশম। তলানির দিকের এই দলকে টেনে তোলার চ্যালেঞ্জ নিতে হবে ক্লোসাকে। ৪৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বিবৃতিতে বললেন, দায়িত্বটি নিতে তিনি মুখিয়ে আছেন।
শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি আমার ভেতরে খেলা করছে যে, মনে হচ্ছে আমি এখানে ঠিক জায়গাতেই এসেছি। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে প্রথম আলোচনা এতটাই উন্মুক্ত ছিল যে, নিজের কাছে আমি পরিষ্কার হয়ে যাই যে এটাই করতে চাই।”
উল্লেখ্য, ১৩৭ ম্যাচে ৭১ গোল করে ক্লোসা জার্মানির ইতিহাসের সফলতম গোলদাতা। ১৬ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেও সবচেয়ে বেশি গোল তার।