ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

বিশ্বকাপ আর্চারিতে ভালো শুরু রোমান-সাগরদের

image

বিশ্বকাপ আর্চারিতে ভালো শুরু রোমান-সাগরদের

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
ক্রীড়া ডেস্ক

আর্চারি বিশ্বকাপে (স্টেজ-৩) ভালো শুরু পেয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেলরা। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন চার প্রতিযোগীর তিনজনই।

ফ্রান্সের প্যারিসে বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সেরা ৩২-এর লড়াইয়ে উঠেছেন রোমান, রুবেল ও সাগর ইসলাম। ১/৬৪- এর ধাপ পেরুতে ব্যর্থ হয়েছেন শুধু আব্দুর রহমান আলিফ।

রোমান দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী রু ভিয়ানকে ৬-০ সেটে উড়িয়ে দেন। সাগর পুয়ের্তো রিকোর মুনোস আদ্রিয়ানকে হারান ৬-৪ সেটে।

একই ব্যবধানে স্লোভেনিয়ার প্রতিযোগী আর্নেস লুকাকে হারান রুবেল। আলিফ সুইডেনের খুয়াবারি কাইয়ের বিপক্ষে ৬-৪ সেটে হেরে পরের ধাপে উঠতে ব্যর্থ হন।

এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ এর মধ্যে ৬৭০ স্কোর করে ১২২ জনের মধ্যে ২৫তম হন রোমান। সাগর ৬৫৯ স্কোর করে ৪৮তম, রুবেল ৬৫৮ স্কোর করে ৫২তম এবং আলিফ ৬৫২ স্কোর করে ৬৬তম র‌্যাংকিং অর্জন করেন।

মেয়েদের বিভাগে দিয়া সিদ্দিকী ৭২০ এর মধ্যে ৬৩২ স্কোর করে ৮১ জনের মধ্যে ৪৩তম হন। নাসরিন আক্তার ৬০৭ স্কোর করে ৬৭তম এবং ফামিদা সুলতানা নিশা ৫৮৭ স্কোর করে ৭৬তম র‌্যাংকিং অর্জন করেন।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২৮ দলের মধ্যে বাংলাদেশ ১৯৮৭ স্কোর করে ১৪তম র‌্যাংকিং অর্জন করে। বাংলাদেশের হয়ে খেলেন রোমান, সাগর ও রুবেল।

তবে হতাশ করে দিয়া, নাসরিন ও নিশাকে নিয়ে গড়া মেয়েদের দল। ১৮২৮ স্কোর করে ১৯দলের মধ্য ১৯তম র‌্যাঙ্কিং অর্জন করে তারা।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১৩০২ স্কোর করে ২৮টি দলের মধ্যে ১৪তম র‌্যাঙ্কিং অর্জন করে বাংলাদেশ। এই ইভেন্টে রোমানের সঙ্গে জুটি বেঁধে খেলেন দিয়া।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার