নিজের একটি গাড়ী স্পেনের মায়োর্কার একটি বাড়ির দেয়ালে আঘাত করায় বাড়িটির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদো পরিবার নিয়ে স্পেনে ছুটি কাটাতে গেলে তার একটি গাড়ী রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে আঘাত করে। একজন দেহরক্ষী এ সময় বুগাতি ব্রান্ডের গাড়িটি চালাচ্ছিলেন। এতে বাড়ি এবং গাড়ি দুটিরই ক্ষতি হয়। তবে এতে কেউই হতাহত হননি।
বৃটিশ পত্রিকা দ্য সান জানিয়েছে এ জন্য রোনালদো বাড়ির মালিকের কাছে দু:খ প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন। বাড়ির মালিক রোনালদোর বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাত করেন। রোনালদো নিজেও ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে গিয়েছিলেন।
জন মার্চ হাসপাতালের কাছে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন চালক নিয়ন্ত্রন হারালে গাড়িটি উক্ত বাড়ির দেয়ালে আঘাত করে। এ সময় রোনালদো বা তার পরিবারের কেউই গাড়িতে ছিলেন না।
সারাদেশ: বোয়ালখালীতে বসতঘর থেকে অজগর উদ্ধার
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ ডট এআই চালু
বিজ্ঞান ও প্রযুক্তি: নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: ফুডপ্যান্ডার ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন চালু
সারাদেশ: বাঁচতে চান ইয়ানুর বেগম
সারাদেশ: তাড়াশে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি