image

গ্যাল্টিয়ারকে নিয়ে নিসের সাথে পিএসজির ঐকমত্য

শনিবার, ২৫ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

ক্রিস্টোপ গ্যাল্টিয়ারকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পথে আরো একধাপ অগ্রসর হয়েছে প্যারিস সেন্ট জার্মেই। লিগ-১ এর অপর ক্লাব নিস কোচকে ছাড়তে রাজী হয়েছে। কোচকে ছাড়ার জন্য নিস অবশ্য ক্ষতিপূরণ পাবে পিএসজির কাছ থেকে।

জিনেদিন জিদান পিএসজির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর নিসের কোচ গ্যাল্টিয়ারকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার উদ্যোগ নেয় পিএসজি। আর্থিকভাবে পিএসজি খুবই ধনী একটি ক্লাব। তাদের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দেয়া অনেকের পক্ষেই কঠিন। নিস ক্লাবটিও তা পারেনি। কোচ গ্যাল্টিয়ারকে ছাড়ার জন্য এক কোটি ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে কোচ মরিসিও পচেত্তিনোকে মেয়াদের আগেই অব্যাহতি দেয়ার কারণে ক্ষতিপূরণ দিতে হবে তাকেও। এ জন্য তাকে দিতে হবে ৫০ লক্ষ ইউরো। ফরাসী সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী কোচ বদলের জন্য পিএসজির অতিরিক্ত ব্যয় হচ্ছে দেড় কোটি ইউরো।

সব পক্ষের সাথে ঐকমত্যে পৌছানোর পরও গ্যাল্টিয়ারকে এখনই কোচ হিসেবে ঘোষণা দিতে পারবে না পিএসজি। কারণ পচেত্তিনোকে এখনও লিখিতভাবে বিদায় দেয়নি পিএসজি। একজন কোচকে পদে বহাল রেখে আরেকজন কোচ নিয়োগ দেয়ার কোন সুযোগ নেই। তাই আগামী সপ্তায় হয়তো আনুষ্ঠানিকভাবে গ্যাল্টিয়ারকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা আসবে।

শুধু কোচ নয় ফুটবল ডাইরেক্টর পদেও পরিবর্তন এনেছে পিএসজি। লিওনার্দোকে সরিয়ে ডাইরেক্টর পদে বসানো হয়েছে লুইস ক্যাম্পোসকে। ক্যাম্পোস যোগ দিয়েই কাজ শুরু করেছেন। তিনি ইতোমধ্যেই দলে নিতে রাজী করিয়েছেন পর্তুগীজ মিডফিল্ডার ভিটিনিয়াকে। এখন তাদের চোখ রেনাটো স্যানচেজের দিকে। স্যানচেজ খেলেন লিলে ক্লাবে। ২০২০-২১ মৌসুমে পিএসজিকে পেছনে ফেলে লিলের শিরোপা জেতার পেছনে স্যানচেজের ছিল বিশেষ ভুমিকা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার