ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠানরত ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ওপেন বিভাগে ও নারী দল প্রথম রাউন্ডে জয় দিয়ে শুরু করেছিল। গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় নারী ও ওপেন দুই বিভাগেই হেরেছে বাংলাদেশ। নারী দল ২৫তম বাছাই ইতালির কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরেছে। অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ দল ১৯তম বাছাই হাঙ্গেরির কাছে ০-৪ গেম পয়েন্টে হেরেছে।
দ্বিতীয় রাউন্ডের খেলায় নারী বিভাগে বাংলাদেশের নারী দলের ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ইতালির দলের আন্তর্জাতিক মাস্টার জিমিনা ওলগাকে (রেটিং-২৩৪০) পরাজিত করে ও নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ইতালি নারী দলের আন্তর্জাতিক মাস্টার গুয়েসি টিয়ের (রেটিং-২২৫৪) সাথে ড্র করেন। নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫) আন্তর্জাতিক মাস্টার ব্রুনেলো মারিনা (রেটিং-২৩৪১) কাছে ও নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) ক্যাসসি এলিসার (রেটিং-১৯২২) কাছে হারেন।
ওপেন বিভাগে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার এরডোস ভিক্টর (রেটিং-২৫৮৬), গ্র্যান্ড মাস্টার বারকেস ফেরেনক (রেটিং-২৬৪৯), গ্র্যান্ড মাস্টার বানুস তামাস (রেটিং-২৬১১) ও গ্র্যান্ড মাস্টার একস পিটারের (রেটিং-২৫৭৫) কাছে হারেন।
দুই খেলায় বাংলাদেশ উভয় দল ২ পয়েন্ট অর্জন করেছে। আজ রোববার তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং নারী বিভাগে বাংলাদেশের নারী দল মাল্টার নারী দলের বিরুদ্ধে খেলবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ৩১ জুলাই ২০২২
ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠানরত ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ওপেন বিভাগে ও নারী দল প্রথম রাউন্ডে জয় দিয়ে শুরু করেছিল। গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় নারী ও ওপেন দুই বিভাগেই হেরেছে বাংলাদেশ। নারী দল ২৫তম বাছাই ইতালির কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরেছে। অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ দল ১৯তম বাছাই হাঙ্গেরির কাছে ০-৪ গেম পয়েন্টে হেরেছে।
দ্বিতীয় রাউন্ডের খেলায় নারী বিভাগে বাংলাদেশের নারী দলের ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ইতালির দলের আন্তর্জাতিক মাস্টার জিমিনা ওলগাকে (রেটিং-২৩৪০) পরাজিত করে ও নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ইতালি নারী দলের আন্তর্জাতিক মাস্টার গুয়েসি টিয়ের (রেটিং-২২৫৪) সাথে ড্র করেন। নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫) আন্তর্জাতিক মাস্টার ব্রুনেলো মারিনা (রেটিং-২৩৪১) কাছে ও নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) ক্যাসসি এলিসার (রেটিং-১৯২২) কাছে হারেন।
ওপেন বিভাগে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার এরডোস ভিক্টর (রেটিং-২৫৮৬), গ্র্যান্ড মাস্টার বারকেস ফেরেনক (রেটিং-২৬৪৯), গ্র্যান্ড মাস্টার বানুস তামাস (রেটিং-২৬১১) ও গ্র্যান্ড মাস্টার একস পিটারের (রেটিং-২৫৭৫) কাছে হারেন।
দুই খেলায় বাংলাদেশ উভয় দল ২ পয়েন্ট অর্জন করেছে। আজ রোববার তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং নারী বিভাগে বাংলাদেশের নারী দল মাল্টার নারী দলের বিরুদ্ধে খেলবে।