সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

বায়ার্ন সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লেফানদভস্কি

image

বায়ার্ন সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লেফানদভস্কি

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

রবার্ট লেফানদডস্কি অবশেষে স্বীকার করেছেন যে বায়ার্ন মিউনিখের সাথে তার বিচ্ছেদা যথাযথভাবে হয়নি। বার্সেলোনার হোয়ান গাম্পার ট্রফি জেতার পর লেফানদডস্কি বায়ার্ন ছাড়ার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। মেক্সিকান দল পুমাসকে ৬-০ গোলে পরাজিত করে গাম্পার ট্রফি জেতে বার্সেলোনা।

ম্যাচ শেষে লেফানদডস্কি জানান বার্সেলোনায় যোগ দিতে পেরে তিনি খুবই খুশী। তবে যে প্রক্রিয়ায় বায়ার্নের সাথে তার বিচ্ছেদ ঘটেছে তাতে তিনি কিছুটা কষ্ট পেয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি অনেক সমর্থক এতে কষ্ট পেয়েছেন। আমি তাদের অনুভুতিটা বুঝতে পারছি। তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তখন আমার কাছে দল ছাড়াটাই ছিল বেশী গুরুত্বপূর্ণ। আমি পরিবর্তন চেয়েছিলাম। তাই হয়তো আমার আচরণ যথাযথ ছিল না। আসলে আমরা সবাই মানুষ। আমি জার্মানিতে ১২ বছর খেলেছি। আমার পরিবর্তন দরকার ছিল, অন্য দেশে আমি যেতে চেয়েছিলাম। বাচ্চারা নতুন খেলনা পেলে যেমন করে বার্সেলোনায় আসার পর আমার কাছে সে রকম লাগছে।’

লেফানদডস্কি বায়ার্নের ট্রেনিং গ্রাউন্ড ছাড়ার সময় বেশ কিছু সমর্থক রিয়াল মাদ্রিদের পক্ষে স্লোগান দিয়েছিল। তা শুনে হেসেছিলেন লেফানদডস্কি। অবশ্য কিছু সমর্থক তার নামেও স্লোগান দেন। দল পরিবর্তনের সাথে সম্পৃক্ত সবার জন্যই ছিল পরিস্থিতি বিব্রতকর।

তবে বার্সেলোনায় যোগ দেয়ার পর সমর্থকরা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে তিনি অবিভুত। তার পরিচিতি অনুষ্ঠানে এত সমর্থক থাকবে তা তিনি কল্পনাও করেননি। লেফানদডস্কি জানান অন্য দলে যোগ দেয়ার প্রস্তাবও তিনি পেয়েছিলেন। কিন্তু তিনি বার্সেলোনাতেই যোগ দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিতে পেরে বেশ খুশী তিনি।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের