নিজস্ব বার্তা প্রতিনিধি :

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

এশিয়া কাপে সাকিবকে ছাড়াও খেলতে পারে বাংলাদেশ

image

এশিয়া কাপে সাকিবকে ছাড়াও খেলতে পারে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
নিজস্ব বার্তা প্রতিনিধি :

বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে পারে বাংলাদেশ। এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে।

মঙ্গলবার ছিল সাকিবের সেই সিদ্ধান্ত জানানোর শেষ সময়। কিন্তু বুধবার রাত পর্যন্ত সাকিবের থেকে কোনো সাড়া পায়নি বিসিবি। আজ এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময়। দুপুর পর্যন্ত সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা করবে বিসিবি। এরপরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জাতীয় দলের এক নির্বাচকের থেকে জানা গেছে, সাকিবকে নিয়ে এবং সাকিবকে ছাড়া দুটি দল প্রস্তুত রাখা হয়েছে। বিসিবির সিদ্ধান্ত জানানোর পরই নির্বাচকরা দল ঘোষণা করবে।

গতকাল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের গণমাধ্যমে কথা বলার কথা ছিল। কিন্তু সাকিবের ইসু্যতে কোনো সমাধান না হওয়ায় তিনি সামনে আসেননি। জানা গেছে, সাকিবের এই ইসু্যতে বোর্ড খুবই বিব্রত। সবচেয়ে বড় বিষয়টি তাদের আঘাত করেছে, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি সাকিব আইসিসি পর্যন্ত টেনে নিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, আইসিসির আইনে তা কী বলে? কিন্তু আইসিসির আইনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিসিবির নিয়ম এবং দেশের আইন। দেশের আইনে যেখানে জুয়া নিষিদ্ধ সেখানে দেশের ক্রিকেটার কিভাবে একটি জুয়ার প্রতিষ্ঠানের দূত হন তা মাথায় আসছে না কারো। এ বিষয়ে বোর্ড যে জিরো টলারেন্স দেখাবে তা আগেই জানিয়ে রেখেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

‘যাই হোক না কেন, আমরা অবশ্যই এ ধরনের বেটিংয়ে জিরো টলারেন্স শো করি। তার সংশ্লিষ্টতা এখানে দেখা যাচ্ছে যে, কোনও একটা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে। তাকে আমরা সেটা জানিয়েছি এবং সে জানে ব্যাপারটা। যত শিগগিরই সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।’

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের