নিজস্ব বার্তা প্রতিনিধি :

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

এশিয়া কাপে সাকিবকে ছাড়াও খেলতে পারে বাংলাদেশ

image

এশিয়া কাপে সাকিবকে ছাড়াও খেলতে পারে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
নিজস্ব বার্তা প্রতিনিধি :

বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে পারে বাংলাদেশ। এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে।

মঙ্গলবার ছিল সাকিবের সেই সিদ্ধান্ত জানানোর শেষ সময়। কিন্তু বুধবার রাত পর্যন্ত সাকিবের থেকে কোনো সাড়া পায়নি বিসিবি। আজ এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময়। দুপুর পর্যন্ত সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা করবে বিসিবি। এরপরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জাতীয় দলের এক নির্বাচকের থেকে জানা গেছে, সাকিবকে নিয়ে এবং সাকিবকে ছাড়া দুটি দল প্রস্তুত রাখা হয়েছে। বিসিবির সিদ্ধান্ত জানানোর পরই নির্বাচকরা দল ঘোষণা করবে।

গতকাল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের গণমাধ্যমে কথা বলার কথা ছিল। কিন্তু সাকিবের ইসু্যতে কোনো সমাধান না হওয়ায় তিনি সামনে আসেননি। জানা গেছে, সাকিবের এই ইসু্যতে বোর্ড খুবই বিব্রত। সবচেয়ে বড় বিষয়টি তাদের আঘাত করেছে, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি সাকিব আইসিসি পর্যন্ত টেনে নিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, আইসিসির আইনে তা কী বলে? কিন্তু আইসিসির আইনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিসিবির নিয়ম এবং দেশের আইন। দেশের আইনে যেখানে জুয়া নিষিদ্ধ সেখানে দেশের ক্রিকেটার কিভাবে একটি জুয়ার প্রতিষ্ঠানের দূত হন তা মাথায় আসছে না কারো। এ বিষয়ে বোর্ড যে জিরো টলারেন্স দেখাবে তা আগেই জানিয়ে রেখেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

‘যাই হোক না কেন, আমরা অবশ্যই এ ধরনের বেটিংয়ে জিরো টলারেন্স শো করি। তার সংশ্লিষ্টতা এখানে দেখা যাচ্ছে যে, কোনও একটা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে। তাকে আমরা সেটা জানিয়েছি এবং সে জানে ব্যাপারটা। যত শিগগিরই সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।’

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড

সম্প্রতি