image

স্পেনিশ লা লিগা

প্রথম ম্যাচে জিততে ব্যর্থ বার্সেলোনা

রোববার, ১৪ আগস্ট ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

সব বিভাগে দাপটের সাথে খেলেও বার্সেলোনা শনিবার রাতে স্পেনিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর সাথে গোলশূন্য ড্র করেছে। নতুনভাবে শুরু করার জন্য বেশ কয়েকজন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করার পরও জাভি হার্নান্দেজের দলটি জয় দিয়ে লিগ শুরু করতে ব্যর্থ হলো। যদিও পরিসংখ্যানের দিক থেকে সব বিভাগেই এগিয়ে ছিল বার্সেলোনা। লা লিগায় বার্সেলোনার হয়ে এ ম্যাচে অভিষেক ঘটে আন্দ্রেস ক্রিস্টেনসেন, রবার্ট লেফানদভস্কি এবং রাফিনিয়ার।

নিজেদের ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন আশি হাজারের বেশী সমর্থক। কিন্তু তাদেরকে হতাশা নিয়েই মাঠে ছাড়তে হয়। মূলত রায়োর গোলরক্ষক স্টোল দিমিত্রিভস্কির অসাধারণ দৃঢ়তার কারণেই গোল পায়নি স্বাগতিকরা।

খেলার ১২ মিনিটের মাথায় লেফানদভস্কি একবার বল জালে পাঠিয়ে গোলের আনন্দ করতে চেয়েছিলেন। কিন্তু রেফারির অফসাইডের বাশি তাকে সে আনন্দ করতে দেয়নি। এর পর পরই ওসমানে ডেম্বেলের পাস থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েও সেটি ক্রসবারের উপর দিয়ে মেরে নষ্ট করেন রাফিনিয়া।

বার্সেলোনার প্রাধান্য থাকা সত্ত্বেও গোলের সুযোগ সৃষ্টি করেছিল রায়ো। রোনাল্ড আরাওহোকে কাটিয়ে চমৎকার একটি শট মেরেছিলেন আলভারো গার্সিয়া। কিন্তু সেটি ফিরিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। তার আগে অবশ্য পেড্রির শট লাগে ক্রসবারে।

রায়োর সার্জিও ক্যামেও পেয়েছিলেন দারুন একটি সুযোগ। কিন্তু তিনি শট নিতে দেরী করায় টার স্টেগেন সামনে গিয়ে অ্যাঙ্গেল কমিয়ে দেন। ফলে চাপ বেড়ে যায় তার উপর এবং বল ক্রসবারের উপর দিয়ে মেরে সেটি নষ্ট করেন।

বার্সেলোনা এর পরও বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকে। কিন্তু কাজের কাজটি তারা করতে ব্যর্থ হয়েছে। আনসু ফাতি চেষ্টা করেছেন দূর পাল্লার শটে। কিন্তু তিনি পরাস্ত করতে পারেননি দিমিত্রিভস্কিকে। বদলি খেলোয়াড় পিয়েরি এমরিক অবামেয়াংকেও বঞ্চিত করেন দিমিত্রিভস্কি। খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে ফ্রাঙ্ক কেসি বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ইনজুরি টাইমে সার্জিও বুসকুয়েটস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিস্কৃত হলে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয় বার্সেলোনার।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি