image

এশিয়া কাপ থেকে আফিফের পজিশন চূড়ান্ত

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
ক্রীড়া ডেস্ক

ফর্মে থাকলেও একেক বার একেক পজিশনে ব্যাটিং করতে হচ্ছে আফিফ হোসেনকে। অবশেষে ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট পজিশন পেতে যাচ্ছেন বাহাতি এই ব্যাটসম্যান।

সব ঠিক থাকলে এশিয়া কাপ থেকেই ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে দেখা যাবে আফিফকে। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সে আভাস দিয়েছেন।

সাংবাদিকদের খালেদ মাহমুদ বলছিলেন, ‘আমরা সেখানেই ওকে সুযোগ দেব। আমরা নির্দিষ্ট একটা দায়িত্ব নিয়ে আফিফকে চিন্তা করছি। হি ইজ আ ডায়নামো।

আমার মনে হয়, সে আত্মবিশ্বাসী একটা ছেলে। শেষ দুটি সিরিজে দারুণ ব্যাটিং করেছে। ওয়ানডেতেও ভালো খেলেছে। আমরা আফিফকে সে জায়গাটা দেব। কারণ, সে আমাদের ভবিষ্যৎ।’

টি-টোয়েন্টি দলে যে ধরনের আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার দরকার, আফিফের মধ্যে সে গুণ আছে বলে মনে করেন খালেদ মাহমুদ, ‘সবচেয়ে বড় কথা, সে আক্রমণাত্মক। এটাই আমরা দলের মধ্যে চাই। বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তৈরি হচ্ছে। অবশ্যই তাকে আমাদের সে সুযোগটা করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব।’

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সফরে আফিফ ছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের একমাত্র জয়টি আসে আফিফের ৩০ রানের অপরাজিত ইনিংসে। ওয়ানডে সিরিজেও আফিফের অপরাজিত ৮৫ রানের ইনিংসটি বাংলাদেশকে একমাত্র জয় এনে দেয়।

সফর শেষে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আফিফকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘আমি আফিফের মধ্যে কিছু অনন্য যোগ্যতা দেখেছি, যেটা খুব বেশি ক্রিকেটারের মধ্যে নেই।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি