ক্রিস্তিয়ানো রোনালদো তার দেশ পর্তুগালের হয়ে ২০২৪ সালের ইউরোর চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য স্থির করেছেন। পর্তুগাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা রোনালদো বর্তমানে খুব একটা ভাল খেলতে না পারলেও জানিয়েছেন আপাতত অবসর নিয়ে তিনি ভাবছেন না।
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করায় পর্তুগীজ ফুটবল ফেডারেশন তাকে কুইনাস ডি অরো পুরস্কারে ভুষিত করে। সে পুরস্কার গ্রহণ করার পর ৩৭ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমার পথচলা এখনো শেষ হয়নি। আপনারা আমাকে আরো বেশ কিছু সময় মাঠে দেখতে পাবেন। আমি বিশ^কাপ এবং ইউরোর অংশী হতে চাই। আমি খুবই উজ্জীবিত। আমার লক্ষ্যও দারুন।’
রোনালদো জাতীয় দলের হয়ে ১৮৯ ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন। তিনি এ বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ^কাপের মাধ্যমে দেশের হয়ে ১০ম বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। রোনালদো ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলে রেকর্ড ভাঙ্গেন। রোনালদোর আগে আলি দাই ছিলেন আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশী গোল করা খেলোয়াড়।
ক্লাব ফুটবলে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন রোনালদো। তিনি মৌসুম শুরুর আগে ক্লাব বদল করতে চেয়েছিলেন। কিন্তু তিনি ক্লাব বদলাতে পারেননি। ম্যানইউর কোচ এরিক ট্যান হাখের কৌশলের কারণে তিনি নিয়মিত একাদশ থেকে ছিটকে গেছেন। অবশ্য ইউরোপা লিগে শেরিফ এফসির বিপক্ষে একাদশে ছিলেন রোনালদো এবং তিনি পেনাল্টি থেকে একটি গোলও করেন। চলতি মৌসুম এখন পর্যন্ত ঐ একটি গোলই করেছেন রোনালদো।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা
বিজ্ঞান ও প্রযুক্তি: সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫