সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

দেশের মেয়ে স্বর্ণা জায়গা পেল বিশ্বকাপের সেরা দলে

image

দেশের মেয়ে স্বর্ণা জায়গা পেল বিশ্বকাপের সেরা দলে

সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। আজ এ টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে আইসিসি। ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছে ভারত।

সেরা দলে চ্যাম্পিয়ন ভারতের তিনজন, রানার্সআপ ইংল্যান্ডেরও তাই। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে। পাকিস্তানের একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার সিক্স পর্বে গিয়েছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই স্বর্ণার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। হিটিংয়ের সামর্থ্য দিয়ে আলোচনায় আসেন ডানহাতি এ ব্যাটার। টুর্নামেন্টে ৫ ম্যাচে স্বর্ণা ১৫৩ রান করেছেন ১৫৭.৭২ স্ট্রাইক রেটে। বিশ্বকাপে ১৫০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ১৫০-এর ওপর রান করেছেন আর একজনই—ভারতের অধিনায়ক শেফালি বর্মা।

শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)

প্রতিটি ম্যাচেই অন্তত ২০ রান করেছেন স্বর্ণা। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে জেতা ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৫০ রানের ইনিংস, সেটিও মাত্র ২৮ বলে। টুর্নামেন্টে স্বর্ণা মেরেছেন ৬টি ছক্কা, এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু শেফালিই (৭টি)। সেমিফাইনালের আগে বিদায় নিলেও স্বর্ণা অবশ্য দক্ষিণ আফ্রিকাতেই থেকে গেছেন। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও আছেন।

প্রথমবারের মতো হওয়া বিশ্বকাপের শিরোপা জেতা ভারতের অধিনায়ক শেফালি ছাড়াও সেরা দলে আছেন ওপেনার শ্বেতা সেহরাওয়াত ও দ্বিতীয় সর্বোচ্চ ১১টি উইকেট নেওয়া পর্শভি চোপড়া। ইংল্যান্ডের অধিনায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গ্রেস স্ক্রিভেন্সকে করা হয়েছে সেরা দলেরও অধিনায়ক। রানার্সআপ দল থেকে আছেন লেগ স্পিনার হান্না বেকার ও পেসার এলি অ্যান্ডারসন।

নিউজিল্যান্ড ব্যাটার জর্জিয়া প্লিমার, শ্রীলঙ্কার অলরাউন্ডার দেউমি ভিহাঙ্গা, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কারাবো মেসো, অস্ট্রেলিয়া পেসার মেগি ক্লার্কও জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনোশা নাসির।

‘খেলা’ : আরও খবর

» টি-২০’র পর চারদিনের ক্রিকেটে শিরোপা রংপুরের এনসিএল

» অ-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য বাংলাদেশের

» আবাহনীকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাদার্স

» যুব বিশ্বকাপ হকির অর্জনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান

» ল্যাটিন-বাংলা কাপের জন্য স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

» প্রিমিয়ার দাবা লীগের শীর্ষে তিতাস ও নৌবাহিনী

» অন্য রূপ টেনিস তারকা জোকোভিচ, ২২ স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা!

» সালাহ’র কৃতকর্মের ফল, বললেন সতীর্থ

» ফিফার তত্ত্বাবধানে নারী ফুটবল লীগ

» আইপিএলের নিলামে ১১০ জন বিদেশির মধ্যে ৭ বাংলাদেশি

» নতুন ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ