সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ

প্রিমিয়ার লিগের রেকর্ড পরিমান অর্থ দিয়ে এনজোকে দলে নিয়েছে চেলসি

image

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ

প্রিমিয়ার লিগের রেকর্ড পরিমান অর্থ দিয়ে এনজোকে দলে নিয়েছে চেলসি

বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

চেলসি ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোর শেষ দিন প্রিমিয়ার লিগের রেকর্ড ১২ কোটি ১০ লক্ষ ইউরোর বিনিময়ে এনজো ফার্নান্ডেজকে দলে নিয়েছে। একই দিন সবাইকে অবাক করে জোয়াও ক্যান্সেলো যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে এবং জর্জিনিও গেছেন আর্সেনালে।

মৌসুমের মাঝামাঝি সময়ে নিজেদের শক্তি বাড়াতে বেশ তৎপর ছিল ইংলিশ ক্লাবগুলো। তাই তারা অর্থ ব্যয় করেছে প্রচুর। শক্তিশালী দলগুলোর মধ্যে চেলসি সাম্প্রতিক সময়ে তেমন ভাল করতে না পারায় কোচ গ্রাহাম পোটার বেশ কয়েকজন খেলোয়াড় দলে নিয়েছেন। তিনি দলে নিয়েছেন মিখায়লো মুড্রিকম বেনোইট বাদিয়াশিল, ননি মাধুকে এবং জোয়াও ফেলিক্সকে। ফেলিক্স অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে যোগ দিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে বিশ^কাপে বেশ ভাল খেলা ফার্নান্ডেজ পর্তুগীজ ক্লাব বেনফিকা থেকে যোগ দেন চেলসিতে। ট্রান্সফার উইন্ডোর সময় পার হওয়ার কয়েক ঘন্টা আগে তার দল বদলের কথা প্রকাশ করা হয়। প্রিমিয়ার লিগের দল ম্যানসিটি এর আগে ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রেলিশকে দলে নিয়েছিল ১০ কোটি পাউন্ডের বিনিময়ে। সে রেকর্ড ভেঙ্গে ফার্নান্ডেজকে চেলসি দলে নিল ১০ কোটি ৬৮ লক্ষ পাউন্ডের বিনিমিয়ে।

বিশ^কাপে সেরা তরুন খেলোয়াড় হয়েছিলেন এনজো ফার্নান্ডেজ। কাতার বিশ^কাপে আর্জেন্টিনাকে সাফল্য এনে দেয়ার পেছনে তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। গত বছর জুলাই মাসে তিনি বেনফিকায় যোগ দিয়েছিলেন মাত্র এক কোটি পাউন্ডের বিনিময়ে। এনজো সাড়ে আট বছর মেয়াদী চুক্তিতে যোগ দিচ্ছেন চেলসিতে।

গত মৌসুম শেষে টড বোয়েহলির নেতৃত্বে চেলসিকে কেনার পর মালিকা এখন পর্যন্ত প্রচুর বিনিয়োগ করেছেন খেলোয়াড় সংগ্রহে। কিন্তু প্রিমিয়ার লিগে তারা কাঙ্খিত ফল পাচ্ছেনা। পয়েন্ট তালিকার দশম স্থানে রয়েছে দলটি।

শেষ দিন ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্নে যান ক্যান্সেলো। মৌসুমের শেষ পর্যন্ত তিনি ধারে খেলবে সেখানে। এর পর বায়ার্ন চাইলে তাকে ৭ কোটি ইউরোর বিনিময়ে কিনে নিতে পারবে। ইউভেন্তুস থেকে ২০১৯ সালে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন ক্যান্সেলো। কিন্তু বিশ^কাপের পর তিনি সিটির একাদশ থেকে ছিটকে গেছেন।

পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দল আর্সেনাল চেলসির ইটালিয়ান মিডফিল্ডার জর্জিনিওকে এক কোটি ২০ লক্ষ পাউন্ডের বিনিময়ে দলে নিয়েছে। জর্জিনিও দেড় বছরের চুক্তিতে যোগ দিয়েছেন আর্সেনালে। আর্সেনালে যোগ দিয়ে খুবই উচ্ছসিত জর্জিনিও। তিনি বলেন, ‘নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশী। আর্সেনালের জার্সি গায়ে মাঠে নামার জন্য আমার দেরী সহ্য হচ্ছে না। সব কিছুই খুব দ্রুত হয়েছে। আমি কিছুটা বিস্মিত হয়েছি।’

আর্সেনাল ২০০৪ সালের পর আর লিগ শিরোপা জিততে পারেনি। এবার তারা মাঝ পথেও এগিয়ে আছে অন্যদের তুলনায়।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড