ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩

বিশ্বকাপ স্কোয়াডের বাইরে দাম্পত্য সঙ্গী, ছুটিতে নারী ক্রিকেটার

image

বিশ্বকাপ স্কোয়াডের বাইরে দাম্পত্য সঙ্গী, ছুটিতে নারী ক্রিকেটার

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩
ক্রীড়া ডেস্ক

ফিটনেস টেস্টে পাস করতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জায়গা পাননি দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক ফন নিকার্ক। বিষয়টিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার দাম্পত্য সঙ্গী ও দক্ষিণ আফ্রিকা নারী দলের আরেক সদস্য মারিজান কাপ । এমনকি দল থেকে ছুটিও নিয়েছেন তিনি।

এরই মধ্যে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন না অলরাউন্ডার মারিজান কাপ। তার দাম্পত্য সঙ্গী ফন নিকার্ক বিশ্বকাপের দল থেকে বাদ পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আর তাই এই ক্রিকেট তারকাকে মানবিক কারণ্র ছুটি দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

মারিজান কাপকে ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিল্টন মরিং। সিএসএর আশা, বিশ্বকাপের আগেই অবসাদ কাটিয়ে দলে যোগ দেবেন কাপ।

নিকার্ক বাদ পড়ায় হৃদয় ভাঙা ইমোজি দিয়ে টুইটও করেন কাপ। ৩৩ বছর বয়সী কাপ ও ২৯ বছর বয়সী নিকার্ক দীর্ঘদিন থেকে একসঙ্গে খেলছেন। ২০০৯ সালে অভিষেক হয় দুজনেরই। একসঙ্গে খেলতে খেলতেই তাদের মধ্যে বেড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যার প্রেক্ষিতে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই সমকামী জুটি।

এদিকে গত সেপ্টেম্বর থেকেই অ্যাঙ্কেলের চোটে দলের হয়ে খেলতে পারছিলেননা দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক নিকার্ক। তবে কোচ ভেবেছিল বিশ্বকাপের আগেই ফিট হয়ে দলে ফিরবেন তিনি। কিন্তু ফিটনেস টেস্টে তিনি ব্যর্থ হয়েছেন নির্দিষ্ট সময়ে দৌড় শেষ করতে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ২ কিলোমিটার দৌড়াতে নির্দিষ্ট সময়ের মাত্র ১৮ সেকেন্ড সময় বেশি নেয়ায় বাদ পড়েছেন নিকার্ক।

এ মাসেই দক্ষিণ আফ্রিকার মাঠে শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিকার্কের বদলে এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন সুনে লুস।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার